কল্যাণ চন্দ্র, বহরমপুর: পুজোর বাদ্যি বাজতে এখনও প্রায় তিনমাস বাকি। তার অনেক আগেই মুর্শিদাবাদের (Murshisdabad) বেলডাঙার বিখ্যাত ঢাক বায়না হয়ে গেল। বেলডাঙার বাঁশচাতরের বিখ্যাত লালু দাসের ঢাক এবারও পাড়ি দিচ্ছে সুদূর মুম্বইয়ে। বিখ্যাত সংগীতশিল্পী অভিজিতের ক্লাবের পুজোয় ঢাক বাজাবেন বেলডাঙার লালু দাস ও তাঁর সম্প্রদায়। তবে তিনগুণ কম ঢাকের বরাতে মনঃকষ্ট বেলডাঙার অন্যান্য ঢাকিদের (Dhaki)।
বেলডাঙার লালু দাসের ঢাকের কদর দেশ জুড়ে। ১৯৮৬ সাল থেকে ঢাক (Dhak) বাজাচ্ছেন লালু দাস। বর্তমানে তাঁর বয়স ৬৩। দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে ঢাক বাজিয়েছেন তিনি। নাচের তালে তালে তাঁর ঢাক বাজানোর জাদুতে মুগ্ধ হন সকলেই। লালু দাসের কদর দেখে তাঁর ছেলে, নাতি সকলেই ঢাক বাজানো শিখে গেছেন। কোথাও ছেলেকে নিয়ে কোথাও বা নাতিকে নিয়ে ঢাক বাজান লালু দাস।
গত কয়েকবছর ধরে মুম্বইয়ে ঢাক বাজিয়ে আসছেন লালু দাস। আসন্ন দুর্গাপুজো (Durga Puja) উপলক্ষে এবারেও লালু দাস মুম্বই যাওয়ার বরাত পেয়েছেন। লালু দাস জানান, সংগীত শিল্পী অভিজিৎ তাঁকে ফোন করেছিলেন। আবারও মুম্বইয়ে (Mumbai) ঢাক বাজাতে হবে। তবে গতবার ২২ জন মিলে অভিজিতের ক্লাবের দুর্গাপূজায় ঢাক বাজিয়েছিলেন তাঁরা। এবার সেখানে মাত্র ৭ জনকে যেতে বলা হয়েছে। ফলে বাকিরা কী করবে, সে চিন্তা একটু হচ্ছেই। তবে ওই ৭ জন ছাড়া বাকি কয়েকজনের মধ্যে ৬ জনকে তিনি মুম্বই নিয়ে যাবেন। তাঁরা অন্য কোনও ক্লাবে ঢাক বাজাবেন।
এদিকে, লালু দাস তাঁর পুত্র প্রশান্ত দাস, দুই ভাই উত্তম দাস, সন্তোষ দাস, ভাইপো জগন্নাথ দাস এবং নাতি পঙ্কজ দাসকে নিয়ে মুম্বইয়ের অভিজিতের ক্লাবে ঢাক বাজাবেন। একসঙ্গে দাদু ,নাতি, ছেলে,ভাইপোর ঢাকের কাঠির তালে তালে নেচে উঠবে মুম্বইয়ের শিল্পী মহল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.