শ্রীকান্ত পাত্র, ঘাটাল: দিল্লির মসনদে তৃতীয়বারের জন্য বসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। রবিবার সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন তিনি। যদিও সেই অনুষ্ঠান প্রত্যাখ্যান করা হয়েছে তৃণমূলের তরফে, তবে রবিবার ঘাটাল থেকেই মোদিকে শপথগ্রহণের শুভেচ্ছা জানিয়ে তাঁর কাছে বিশেষ আর্জি রাখলেন তারকা সাংসদ দেব (Dev)।
দেব নিজেও এবার সাংসদ পদে হ্যাটট্রিক করেছেন। আর ভোটে জিতেই প্রতিশ্রতিমাফিক রবিবার থেকে বৃক্ষরোপণ কর্মসূচিতে কোমর বেঁধে নেমে পড়েছেন। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেব বললেন, “শপথগ্রহণ অনুষ্ঠানের জন্য নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা। উনি দেশের প্রধানমন্ত্রী। পদটাকে আমি সম্মান করি। আমি চাই, দেশ যেন সুস্থভাবে চলে। যেভাবে গত দশ বছর ধরে এজেন্সিকে ব্যবহার করা হয়েছে বিরোধী দলগুলিকে ভাঙার জন্য, সেটা যেন আগামী পাঁচ বছর না হয়। মানুষ যেন স্বাধীনভাবে থাকতে পারে। প্রতিটা দল যেন স্বাধীনভাবে কাজ করতে পারে।” এর পরই ঘাটালের তারকা সাংসদের সংযোজন, “আর বাংলার যে বকেয়া টাকা রয়েছে, সেটা প্রধানমন্ত্রী আবাস যোজনার হোক কিংবা একশো দিনের কাজ, প্রধানমন্ত্রী সড়ক যোজনা হোক বা আমাদের জিএসটির যে টাকাগুলো আটকে রাখা হয়েছে, সেগুলো যেন মিটিয়ে দেওয়া হয় এবার। মোদিজির কাছে আমার অনুরোধ, রাগ-অভিমান দূরে সরিয়ে একজন প্রকৃত প্রধানমন্ত্রীর মতো যেন উনি সেই কাজটা করেন।”
ঘাটাল মাস্টারপ্ল্যান না হওয়ার নেপথ্যে দেব এর আগে মোদি সরকারের বিরুদ্ধে আঙুল তুলেছিলেন। বাণভাসী ঘাটালে গিয়ে একাধিকবার তাঁকে বলতে শোনা গিয়েছিল যে, প্রধানমন্ত্রীর দপ্তরে চিঠি দিয়েও কোনওরকম সুরাহা হয়নি সমস্যার। তবে চব্বিশের লোকসভা ভোটের আগে রাজনৈতিক বৈরাগ্য দেখিয়েও ফের ঘাটাল মাস্টার প্ল্যানের জন্যই তৃণমূলের প্রার্থী হন তিনি। ভোট মেটার পর সেদিকে যে এবার গোটা রাজ্য-রাজনীতির নজর থাকবে, তা আর আলাদা করে উল্লেখ করার প্রয়োজন হয় না। ঘাটাল মাস্টার প্ল্যান তো ছিলই, তবে চব্বিশের লোকসভা ভোটের হাওয়ায় দেবের মাস্টারস্ট্রোক ছিল সৌজন্য। প্রধানমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানের আগেও ফের সৌজন্যের বার্তা দিয়েই শুভেচ্ছা জানালেন তৃণমূলের ‘সুপারস্টার’ সাংসদ। দেবের ঘাটাল মাস্টার প্ল্যানের স্বপ্ন এই দফায় বাস্তবায়িত হয় কিনা, এবার সেটাই দেখার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.