ছবি 'X' হ্যান্ডেল থেকে সংগৃহীত
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ষষ্ঠ দফা ভোটের আর মাত্র কয়েকটা দিন বাকি। ঘাটালের মানুষের গণতন্ত্রের উৎসবে যোগ দেওয়ার পালা। এতদিন ঘরে ঘরে গিয়ে প্রচার করেছেন দেব (Dev)। নিজের জয় নিয়ে বেশ আত্মবিশ্বাসী তৃণমূলের তারকা প্রার্থী। তাই তো নিজের কেন্দ্রের নির্বাচনের আগে দিলেন বিশেষ বার্তা।
তৃণমূল কংগ্রেসের সোশাল মিডিয়া প্রোফাইলে দেবের এই বার্তা শেয়ার করা হয়েছে। ক্যামেরার সামনে এসে সুপারস্টার বলেন, “নমস্কার, আমি দীপক অধিকারী। আপনাদের প্রিয় দেব। ঘাটাল লোকসভা কেন্দ্রে ২৫ মে নির্বাচন। আমি জোর করব না যে আমাকেই ভোটটা দিতে হবে। কিন্তু হ্যাঁ, এইটা নিশ্চয়ই বলব যেই দল সবাইকে নিয়ে ভাবে, প্রত্যেকটা মানুষকে নিয়ে ভাবে, প্রত্যেকটা মহিলাদের নিয়ে ভাবে, ছাত্র-ছাত্রীদের নিয়ে ভাবে, তাদেরই হাতটা শক্ত হওয়া উচিত। রইল কথা আমার! আমি আপনাদের আশীর্বাদ পেয়ে এমনি জিতে যাব। ভালো থাকবেন এবং হ্যাঁ, প্রত্যেকটা মানুষকে অনুরোধ, নিজের ভোটটা নিজে দেবেন। জয় হিন্দ।”
People of Ghatal Lok Sabha constituency
On 25th May, 2024
Cast your vote on the Joraphool symbol
To ensure that your Ghorer Chele Deepak Adhikari returns to your service for the third consecutive time
This vote is our pledge for Ghatal’s continued progress and… pic.twitter.com/CoVRU8qIGh
— All India Trinamool Congress (@AITCofficial) May 21, 2024
ঘাটালের দুবারের সাংসদ দেব। শুধু রাজনীতিবিদ নন, অনেকের স্বপ্নের নায়কও তিনি। গতবার এই কেন্দ্রে বিজেপির বাজি ছিলেন ভারতী ঘোষ। এক লক্ষেরও বেশি ভোটে তাঁকে হারান দেব। এবারে টলিউডের ‘পাগলু’র বিরুদ্ধে গেরুয়া শিবিরের সৈনিক হিরণ চট্টোপাধ্যায়। নিজের কথার মাধ্যমে একাধিকবার দেবকে আক্রমণ করেছেন তিনি। এর বিরুদ্ধেই থানায় অভিযোগ দায়ের করেছেন ঘাটাল ব্লক তৃণমূলের সভাপতি দিলীপ মাজি।
হিরণের পাশাপাশি জনৈক এসএস আলমের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন দিলীপবাবু। এ বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি বলেন, ‘‘হিরণ (Hiran Chatterjee) আমাদের দলীয় প্রার্থী দেবের বিরুদ্ধে লাগাতার কুকথা ও ভুয়ো অডিও বাজারে ছেড়ে জনমানসে দেবের ভাবমূর্তি ক্ষুন্ন করার চেষ্টা করছেন। আমরা অনেক সহ্য করেছি, আর না। গত তিন মাস ধরে দেবের সম্পর্কে লাগাতার কুকথা বলে চলেছেন হিরণ। প্রথম প্রথম আমরা গুরুত্ব দিতাম না। কিন্তু কুকথার পাশাপাশি ভুয়ো অডিও বাজারে ছেড়ে দেওয়া হচ্ছে। তাই বাধ্য হয়েছি হিরণ ও তাঁর সহযোগীর বিরুদ্ধে আইনের পথে যেতে। এই বিষয়ে দলের ঊর্ধ্বতন কতৃর্পক্ষ ও দেবের সম্মতি নিয়ে শনিবার ঘাটাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।’’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.