Advertisement
Advertisement

Breaking News

Dev

তৃণমূল কটি আসন পাবে? হিসেব দিলেন দেব, ভাইরাল চ্যাট

তৃণমূলের ঘাটাল লোকসভা নির্বাচন কমিটির হোয়াটসঅ‌্যাপ গ্রুপে দেবের কথোপকথন ভাইরাল হয়ে গিয়েছে।

Dev predicts how many seats TMC is going to win in 2024 Lok Sabha Election
Published by: Sucheta Sengupta
  • Posted:June 3, 2024 1:40 pm
  • Updated:June 3, 2024 5:26 pm  

শ্রীকান্ত পাত্র, ঘাটাল: গণনার আগেই ফাঁস তৃণমূলের তারকা প্রার্থী দেবের চ্যাট! জেলা তৃণমূলের নির্বাচন কমিটির সদস্যদের সঙ্গে হোয়াটসঅ্যাপ গ্রুপের সেই চ্যাট এবার ভাইরাল (Viral)। দেবে তাতে দাবি করেছেন, তৃণমূল ২৬টা আসন পাচ্ছেই, সর্বোচ্চ ২৯ টি আসনও পাওয়া অসম্ভব নয়। তাঁর দাবি, রাজ্যে তৃণমূল কমপক্ষে ২৬টি আসন পেতে চলেছে। তেমন হলে এই সংখ‌্যাটা ২৯ থেকে ৩০টিও হতে পারে। ঘাটাল লোকসভা আসনে তিনি তাঁর দলীয় সমর্থকদের আশ্বাস দিয়ে বলেছেন, ‘‘আমরাই জিতছি।’’

তৃণমূলের ঘাটাল লোকসভা নির্বাচন (2024 Lok Sabha Election) কমিটির হোয়াটসঅ‌্যাপ গ্রুপের চ্যাটে (WhatsApp) এমনই আশাবাদী মন্তব্য করেছেন তারকা প্রার্থী দেব। জানা গিয়েছে, শনিবার বিভিন্ন বুথ ফেরত সমীক্ষায় গোটা দেশ বা রাজ্যে যে গেরুয়া ঝড়ের ইঙ্গিত মিলেছে, তাতে তৃণমূল কর্মী-সমর্থকরা আশাহত বলে মনে করছেন দেব। সমীক্ষার ফলাফল নিয়ে রাজ‌্যজুড়ে জোর চর্চা চলছে। ঘাটালেও পদ্ম ফোটার ইঙ্গিত মিলতেই সেখানকার তৃণমূল কর্মী-সমর্থকরা মনমরা হয়ে পড়েছেন বলে খবর পৌঁছেছে দেবের কানে।

Advertisement

[আরও পড়ুন: দুদশক আগের অঘটনের পুনরাবৃত্তি হবে, এক্সিট পোলের পরও আশাবাদী সোনিয়া]

এর পর রবিবার দুপুর ১২টা নাগাদ দলের কর্মী-সমর্থকদের মনোবল বাড়াতে ওই হোয়াটসঅ‌্যাপ গ্রুপে দেব লেখেন, ‘‘আরে আমরাই জিতছি। মিনিমাম ২৬টি আসনে আমরা জিতছি। এই সংখ‌্যাটা ২৯ থেকে ৩০টিও হতে পারে।’’ আর তাতেই চাঙ্গা দেবের (Dev) অনুরাগী থেকে তৃণমূল কর্মী-সমর্থকরা। দেবের একান্ত সচিব রামপদ মান্না বলেন, ‘‘দাদার সঙ্গে আমার এই নিয়ে কথাও হয়েছে। আসলে দাদাই একমাত্র সেলিব্রিটি যিনি গোটা রাজ্যে সমস্ত লোকসভা আসনে প্রচারে গিয়েছেন। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, কাকদ্বীপ থেকে দিঘা সব জায়গায় তিনি প্রচারে গিয়েছেন। সেই অভিজ্ঞতার ভিত্তিতে দাদার দাবি তিনি তো জিতছেনই, রাজ্যে তৃণমূলই সংখ‌্যাগরিষ্ঠ হতে চলেছে।’’ দেবের দাবিকে সমর্থন করেছেন ঘাটাল (Ghatal) লোকসভা সাংগঠনিক জেলার তৃণমূলের সাধারণ সম্পাদক বিকাশ কর। তিনি বলেন, ‘‘আমাদের দলীয় রিপোর্ট বলছে দেব কমপক্ষে দেড় লক্ষ ভোটের ব‌্যবধানে জিতবেন। সমস্ত বিধানসভা ক্ষেত্র থেকে আমরা লিড পাব। আমরাও দলীয় কর্মীদের বলছি বুথ ফেরত সমীক্ষা নিয়ে বেশি মাথা ঘামিয়ে লাভ নেই। কোনও কোনও সমীক্ষায় ঘাটাল আসনে তৃণমূল হারছে বলেও উল্লেখ করছে। আমরা জিতছি, জিতছি, জিতছি।’’

[আরও পড়ুন: শোভাযাত্রা থেকে লাইট অ্যান্ড সাউন্ড শো, জয়ের মেগা সেলিব্রেশনের আগাম আয়োজন বিজেপির]

প্রচার চলাকালীন দেব নিজের জয় নিয়ে একাধিকবার নিশ্চিত করেছেন। এমনকী নির্বাচনী প্রতিশ্রুতিতে তিনি বলেছেন, যত সংখ‌্যক ভোট পাবেন, ততগুলি গাছ লাগাবেন (Tree plantation) ঘাটাল লোকসভা জুড়ে। দলীয় সূত্রে খবর, জয়লাভের পর বর্ষার শুরুতে গাছ লাগানোর প্রস্তুতি শুরু করবেন দেব। দাসপুর ২ নম্বর ব্লক তৃণমূল সভাপতি সৌমিত্র সিংহরায় বলেন, ‘‘কয়েকটি সমীক্ষা সংস্থা কোন যুক্তির ভিত্তিতে দেব হারছেন বলে রটিয়েছে জানি না। সেই সমীক্ষা নিয়ে আমাদের সন্দেহ রয়েছে। এনিয়ে আমরা মাথাও ঘামাচ্ছি না। বরং দেবের কথামতো গাছ লাগানোর প্রস্তুতি নিতে শুরু করছি আমরা। ফলাফল প্রকাশ হওয়ার পরই গাছ লাগানোর কর্মসূচি শুরু হয়ে যাবে।’’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement