Advertisement
Advertisement
Kalyan Banerjee

১ কোটির বই! ব্যাঙ্কে বিপুল টাকা, জানেন কত সম্পত্তির মালিক তৃণমূলের কল্যাণ?

গত অর্থবর্ষে কল্যাণের আয় ৪ কোটি ৩২ লক্ষ ৬৩ হাজার টাকা।

Details of property of TMC candidate Kalyan Banerjee
Published by: Tiyasha Sarkar
  • Posted:April 28, 2024 8:16 pm
  • Updated:April 28, 2024 8:16 pm  

সুমন করাতি, হুগলি: পেশায় আইনজীবী। তবে দীর্ঘদিন ধরে সক্রিয়ভাবে রাজনীতিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। তিনবারের সাংসদ। চলতি লোকসভা নির্বাচনেও (Lok Sabha Elections 2024) তৃণমূলের প্রার্থী তিনি। ইতিমধ্যেই মনোনয়ন পেশ করেছেন। জমা দিয়েছেন হলফনামা। তথ্য বলছে, কোটি কোটি টাকার মালিক কল্যাণ।

তথ্য বলছে, এই মুহূর্তে তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হাতে নগদ রয়েছে ৫০ হাজার টাকা। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও বিনিয়োগ ২২ কোটি ৭৯ লক্ষ ৬৯ হাজার ৫০৮ টাকার। রয়েছে ২ টি গাড়ি। যার একটির দর ২২ লক্ষ ৬৭ হাজার ৪২৭ টাকা। আরেকটি গাড়ির দাম ৪ লক্ষ ৪১ হাজার।। ২৫০ গ্রাম সোনা রয়েছে কল্যাণের। যার মূল্য ১৫ লক্ষ টাকার আশেপাশে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের স্থাবর সম্পত্তিও নেহাত কম নয়। তাঁর স্থাবর সম্পত্তি তিনটি। যার বাজারদর সাড়ে তিন কোটি। রয়েছে জমিও। বিভিন্ন ব্যাঙ্কে তাঁর ঋণ রয়েছে ১৩ লক্ষ ৬০ হাজার ৩৯৮ টাকা। এখানেই শেষ নয়, পেশায় আইনজীবী কল্যাণবাবুর বই রয়েছে কোটি টাকার। গত অর্থবর্ষে তাঁর আয় ৪ কোটি ৩২ লক্ষ ৬৩ হাজার টাকা।

Advertisement

[আরও পড়ুন: বঙ্গে মুখ্যমন্ত্রীর মুখ কি শুভেন্দু? সোজাসাপ্টা জবাব দিলীপ ঘোষের]

কল্যাণজায়াও নেহাত কম সম্পত্তির মালিক নন। ব্যাঙ্ক অ্যাকাউন্ড, মিউচুয়াল ফান্ড-সহ সমস্ত বিনিয়োগ মিলিয়ে ২ কোটি ৪৭ লক্ষ ৪১ হাজার ৭০১ টাকার অস্থাবর সম্পত্তি রয়েছে তাঁর। সোনা রয়েছে ৪০০ গ্রাম। বর্তমান সময়ে তার বাজারদর ২৫ লক্ষের বেশি। স্থাবর সম্পত্তি রয়েছে ১৩ লক্ষ টাকার। তবে কোনও ঋণ নেই কল্যাণপত্নীর।

[আরও পড়ুন: বসের আচরণে অতিষ্ঠ, বসের সামনেই ঢোল বাজিয়ে নেচে চাকরি ছাড়লেন যুবক, দেখুন ভিডিও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement