সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবৈধভাবে কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে বসবাস করার অভিযোগ ছিল। তাই কয়েকদিন আগে তল্লাশি চালিয়ে ৬১ জন বাংলাদেশিকে আটক করে বেঙ্গালুরু ক্রাইম ব্রাঞ্চ। শনিবার তাদের ঢাকায় ফিরিয়ে দেওয়ার কথা ছিল। কিন্তু, আপাতত তাদের সেখানে না পাঠানোর সিদ্ধান্ত নিল প্রশাসন। পদ্ধতিগত ত্রুটির কারণেই এই সিদ্ধান্ত। বর্তমানে তাদের পশ্চিমবঙ্গে রাখা হযেছে।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বেঙ্গালুরুর অনন্তপুর স্টেশন থেকে ট্রেনে উঠিয়ে দেওয়া হয়েছিল ওই বাংলাদেশিদের। গত শুক্রবার বিকেলে তারা হাওড়া স্টেশনে এসে পৌঁছয়। এরপর তাদের হাওড়া পুলিশ কমিশনারেটের দায়িত্বে রাখা হয়েছিল। শনিবার ওই বাংলাদেশিদের ফেরত পাঠানোর কথা থাকলেও রাজ্যের তরফে তা বাতিল করা হয়। এর পাশাপাশি এভাবে ওই মানুষগুলিকে বাংলাদেশের ফেরত পাঠানোর বিরুদ্ধে গতকাল বিকেলে হাওড়া স্টেশনের সামনে বিক্ষোভ দেখায় মানবাধিকার সংস্থা এপিডিআর। বেআইনিভাবে ওই মানুষগুলিকে ফেরত পাঠানোর বিরুদ্ধে স্লোগান তোলে। এবিষয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের বিবৃতিও দাবি করে।
তাদের অভিযোগ, ওই মানুষগুলি ভারত না বাংলাদেশের নাগরিক তাই এখনও পরিষ্কার হয়নি। তারপরও জোর করে বেআইনিভাবে তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর চক্রান্ত হচ্ছে। তারা যদি সত্যি বাংলাদেশের নাগরিক হয় তাহলে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হোক। আদালত ও আইনি প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরেই ফেরত পাঠানো হোক। যা হচ্ছে তা কাম্য নয়। এটা মানবতা ও দেশের আইনের বিরোধী।
রাজ্য প্রশাসন সূত্রে খবর, এতগুলি মানুষকে তো রাস্তা ফেলে দেওয়া যায় না। তাই মানবিক কারণে ওদের পুলিশের তত্ত্বাবধানে রাখা হয়েছে। কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনার পরেই এবিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
বাংলাদেশ সূত্রে জানা গিয়েছে, এনআরসি চালুর বিষয়ে আলোচনা শুরু হতেই ভারত থেকে প্রচুর মানুষ বাংলাদেশে ঢুকে পড়েছে। তাদের অনেককেই আটক করেছে বাংলাদেশের পুলিশ। আরও অনেকে ভারতের সীমানা টপকে বাংলাদেশে ঢোকার অপেক্ষা করছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.