স্টাফ রিপোর্টার: দিঘা-মেচেদা জাতীয় সড়কে মারিশদার কাছে এক মর্মান্তিক পথদুর্ঘটনায় চারজনের মৃত্যু হল৷ গুরুতর জখম হয়ে আরও একজন হাসপাতালে ভর্তি৷ শুক্রবার ভোরে একটি গাড়ি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি লরিকে ধাক্কা মারলে এই দুর্ঘটনাটি ঘটে৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন ভোররাতে রামনগর থানার শঙ্করপুরের বোধড়ার শম্ভু দাসের গাড়িতে পাঁচ বন্ধু কলকাতার উদ্দেশে রওনা দেন৷ গাড়িটি শম্ভু দাসের হলেও চালাচ্ছিলেন অন্য একজন৷ পুলিশের প্রাথমিক অনুমান, ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি গিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি লরিকে সজোরে ধাক্কা মারে৷ তারপর গাড়িটি একেবারে দুমড়ে মুচড়ে গিয়ে থেমে যায়৷ বিকট আওয়াজে স্থানীয় বাসিন্দারা জড়ো হয়ে চিড়েচ্যাপ্টা হয়ে যাওয়া গাড়ি থেকে চালক-সহ পাঁচজনকে উদ্ধার করেন৷ কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চারজনকে মৃত বলে জানান চিকিৎসকরা৷ মৃতরা হলেন, বোধড়ার শম্ভু দাস (৩০), নিউ দিঘা থানার খাদাল গোবরার ভোলা মাইতি (৩২), দিঘা কোস্টাল থানা এলাকার মৈত্রাপুরের শশীকান্ত (পিন্টু) পাত্র (৪০)৷ অপর একজনের পরিচয় এখনও জানা যায়নি৷ গুরুতর জখম অবস্থায় গাড়ির চালক সেলিম নস্করকে (২৪) কলকাতায় নিয়ে আসা হয়েছে৷
মৃত শম্ভু দাসের বাড়ির লোকজন জানিয়েছেন, কয়েকজন বন্ধুর কলকাতা যাবে বলে শম্ভু নিজেই গাড়ি নিয়ে মাঝরাতে বেরোন৷ কিন্তু মধ্যরাতে কেন কলকাতা রওনা দিয়েছিলেন তা বলতে পারেননি বাড়ির লোকজন৷ পুলিশ প্রাথমিকভাবে ঘন কুয়াশার জন্য এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বলে মনে করলেও, মারিশদার মানুষ কিন্তু অন্য কথা বলছেন৷ রাত পাহারায় থাকা মারিশদার কয়েকজন জানিয়েছেন, ভোর রাতে প্রচণ্ড জোরে গাড়িটি নন্দকুমারের দিকে যাচ্ছিল৷ গাড়ির সবাই আকণ্ঠ মদ্যপ অবস্থায় ছিলেন বলেও তাঁদের দাবি৷ তাঁদের বক্তব্য, “গাড়িটি রাস্তায় এলোমেলো ভাবে এদিক-ওদিক করে যাচ্ছিল৷ দেখেই মনে হয়েছে, চালকের কোনও নিয়ন্ত্রণ নেই৷ গাড়ির ভিতর প্রচণ্ড জোরে গান বাজছিল৷” তবে গাড়ি চালক-সহ পাঁচজন মদ্যপ ছিলেন কি না তা নিয়ে কোনও মন্তব্য করতে চায়নি পুলিশ৷ ঘটনার জেরে ১১৬ বি নন্দকুমার-দিঘা জাতীয় সড়ক বেশ কিছুক্ষণের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে৷ মারিশদা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে৷ গাড়িটিও উদ্ধার করে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.