ছবি: প্রতীকী
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফুড ডেলিভারি বয় সেজে কাজের আড়ালে এটিএম লুটের জম্পেশ পরিকল্পনা৷ কিন্তু এত কিছু করেও লাভ হল না৷ লুটের চেষ্টা ব্যর্থ হয়ে পুলিশের হাতে গ্রেপ্তার মূল চক্রী কমলাকান্ত জানা৷ হাওড়ার বেলেপোল মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে৷
গত ১৬ জুলাই, রাতের দিকে হাওড়ার চ্যাটার্জিহাট এলাকায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম কাউন্টারে ঢুকে মেশিন ভেঙে লুটের চেষ্টা করে এক দুষ্কৃতী৷ কিন্তু ব্যর্থ হয় সে৷ কাউন্টারের সিসিটিভি ফুটেজে সবটা ধরা পড়েছে৷ আর তা হাতে নিয়েই তদন্তে নামে চ্যাটার্জিহাট থানার পুলিশ৷ সূত্রের খবর, ওই দিন রাতে লাল হেলমেট মাথায় দিয়ে স্কুটি চড়ে এটিএম লুট করতে এসেছিল৷ ব্যাগ থেকে যন্ত্রপাতি বের করে মেশিন ভেঙে টাকা বের করে নেওয়ার চেষ্টা করে৷ তবে ব্যর্থ হয়৷
এটুকু সূত্র নিয়েই পুলিশ আততায়ীর খোঁজ শুরু করে৷ কেঁচো খুঁড়তে গিয়ে বেরিয়ে আসে কেউটে৷ জানা যায়, দুষ্কৃতীর নাম কমলাকান্ত জানা৷ এলাকায় সে একটি অনলাইন ফুড সংস্থার ডেলিভারি বয় হিসেবে কাজ করে৷ আর তার আড়ালে এলাকার বিভিন্ন এটিএম লুটের ষড়যন্ত্র করছে৷ সেভাবেই চ্যাটার্জিহাটের রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকের এটিএম লুটের চেষ্টা করে৷ ব্যর্থ হয়ে আরও জোরদার পরিকল্পনা করে কমলাকান্ত৷
এসব বুঝে পুলিশ তাকে অনুসরণ শুরু করে৷ ছোট ছোট দলে ভাগ হয়ে তার উপর নজরদারি চালাতে থাকে পুলিশ৷ গোপন সূত্রে তাদের কাছে খবর আসে, বুধবার সে হাওড়া ছে়ড়ে পালানোর পরিকল্পনা করছে৷ সেইমতো পুলিশ সতর্ক হয়ে কমলাকান্তকে ধরার ফাঁদ পাতে৷ বেলেপোল এলাকা থেকে গ্রেপ্তার হয় সে৷ হাওড়া পশ্চিম (২) জোনের ডিসি স্বাতী ভাঙারিয়া অপারেশন সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন৷ ধৃতের ব্যাগ থেকে মিলেছে কার্তুজ, পিস্তল-সহ অন্যান্য আগ্নেয়াস্ত্র৷ আজ তাকে হাওড়া আদালতে পেশ করা হবে৷ এটিএম লুটের এই চক্রান্তে আরও কে বা কারা জড়িত, তার হদিশ পাওয়াই এখন লক্ষ্য পুলিশের৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.