Advertisement
Advertisement
Accident

পুলিশের গাড়ির ধাক্কায় ডেলিভারি বয়ের মৃত্যু, পথ অবরোধ ক্ষিপ্ত জনতার

প্রশাসনের আশ্বাসে অবরোধ ওঠে।

Delivery boy died as police vehicle allegedly collided with bike in Hooghly | Sangbad Pratidin

মৃত ডেলিভারি বয় অনিমেষ দাস। নিজস্ব চিত্র।

Published by: Paramita Paul
  • Posted:December 30, 2023 8:18 pm
  • Updated:December 30, 2023 8:18 pm  

সুমন করাতি, হুগলি: পুলিশের গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক বাইক আরোহীর। পিছন থেকে বাইক আরোহীকে ধাক্কা মারে পুলিশের গাড়িটি। ঘটনাটি ঘটেছে হুগলির জিরাটে। ঘটনার পর ক্ষিপ্ত জনতা পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ ওঠে।

স্থানীয় সূত্রে খবর, মৃতের নাম অনিমেষ দাস। কটি বহুজাতিক সংস্থার হয়ে ডেলিভারির কাজ করতেন। শনিবার সকালে প্রতিদিনের মতো কাজে বেরিয়েছিলেন তিনি। বলাগড় থেকে জিরাটের দিকে যাচ্ছিলেন ডেলিভারি করার উদ্দেশে। সেইসময় পিছন থেকে একটি পুলিশের গাড়ি এসে ধাক্কা মারে অনিমেষের বাইকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

Advertisement

[আরও পড়ুন: ‘মা, আমি কি VIP?’, তৈমুরের অবুঝ প্রশ্নের উত্তরে কী বললেন করিনা?]

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ধাক্কা মারার পরে দোষ এড়াতে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় পুলিশের গা়ড়িটি। প্রতিবাদে প্রত্যক্ষদর্শীরা ঘটনাস্থলে দেহ আটকে অবরোধ, বিক্ষোভ শুরু করে। বেশ কিছুক্ষণ পর বিক্ষোভ থামিয়ে দেহ নিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি (ক্রাইম) দেবীদয়াল কুন্ডু বলেন, “পুলিশের গাড়ির ধাক্কায় যুবকের মৃত্যু হয়েছে। যা ঘটেছে তা খুবই দুঃখজনক ঘটনা। আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।”

[আরও পড়ুন: হানিমুনে গিয়ে সেলফি তোলাই কাল! বিয়ের ২০ দিনের মাথায় মৃত্যু নববধূর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement