চন্দ্রশেখর চট্টোপাধ্যায়, আসানসোল: বিজয় মিছিল হবেই৷ আর তাতে বাধা দিলে অশান্তির জন্য দায়ী থাকবেন মুখ্যমন্ত্রী৷ জয়ের পর প্রথমবার আসানসোলে পা রেখেই এমন হুঁশিয়ারি ছুঁড়ে দিলেন সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়৷ শনিবার সকাল ৭ টা নাগাদ আসানসোল স্টেশনে নামেন সস্ত্রীক বাবুল৷ তাঁকে স্বাগত জানাতে দলের কর্মী, সমর্থকরা ফুল হাতে নিয়ে ভিড় জমিয়েছিলেন স্টেশনে৷
ব্যান্ডপার্টির বাজনার মাধ্যমে তাঁকে স্বাগত জানান বিজেপি কর্মী, সমর্থকরা৷ স্টেশন থেকে বাবুল সুপ্রিয় চলে যান মহিশীলা কলোনির ফ্ল্যাটে৷ সেখানেও কর্মীরা তাঁকে মিষ্টিমুখ করান৷ কিছুটা হইহুল্লোড়ও চলে৷ তাতে সঙ্গে দেন নতুন সাংসদ এরপরই বাবুলের ঘোষণা,৷পরপর সাতটি বিধানসভাতেই বিজয় মিছিল হবে৷ কিন্তু মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করে দিয়েছেন, রাজ্যে আর কোনও বিজয় মিছিল হবে না৷ কোনও দলই কোনও মিছিল করবে না৷ এই কথার জবাবে বাবুল বলেন, ‘মানুষের রায়ে বিজেপি প্রার্থীদের বিপুল ভোটে জয় হয়েছে। বিজয়ী প্রার্থীরা ৫ লক্ষের উপর ভোট পেয়েছেন। মানুষ চান, জয়ীদের অভিবাদন ও স্বাগত জানাতে। উনি আটকানোর কে? উনি মনে হয় এই দুর্দিনে তৃণমূলের প্রার্থীদের বিজয় মিছিল করতে মানা করেছেন। আমরা বিজয় মিছিল করব। যদি তৃণমূল আটকানোর চেষ্টা করে, তাহলে গন্ডগোলের দায় মুখ্যমন্ত্রীকেই নিতে হবে।’
এদিন বাবুল সুপ্রিয় আসানসোলে পা রেখেই তৃণমূলের বিরুদ্ধে ফের আক্রমণ শানিয়েছেন৷ তাঁর অভিযোগ, রাজ্যের তৃণমূলের শীর্ষনেতৃত্বের ভাষা সংযত নয়। তৃণমূল একটা উগ্রবাদী দল। ফলে নিচু তলার কর্মীদের মধ্যেও সেই প্রবণতা দেখা যাচ্ছে৷ আর বাংলাকে এই পরিবেশ মুক্ত করাই এখন বিজেপির চ্যালেঞ্জ। বাবুলের আরও অভিযোগ, তাঁদের অন্তত ১০০ বুথের পোলিং এজেন্ট এখনও ঘরছাড়া। তাঁদের ঘরে ফেরানোর কর্তব্য পালন করতে চান সাংসদ৷ তাঁর আরও হুঁশিয়ারি, সাংসদের তহবিলের কাজে কোনওরকম বাধা বরদাস্ত করবেন না৷ দ্বিতীয় দফায় ফের আসানসোলের সাংসদ হওয়ার পর নতুন করে আসানসোলের উন্নয়নের কাজে হাত দেবেন বলে জানিয়েছেন বাবুল৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.