প্রতীকী ছবি
সুবীর দাস, কল্যাণী: নিজের ঘর থেকে পাখার সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য নদিয়ার হরিণঘাটায়। বাড়ি থেকে পচাগন্ধ পেয়ে মৃতের দিদি ও পুলিশকে খবর দেন স্থানীয়রা। পুলিশ এসে যুবকের পচাগলা দেহ উদ্ধার করে। দেহ ময়নাতদন্তের জন্য কল্যাণী জেএনএম হাসপাতালের পুলিশ মর্গে পাঠানো হয়েছে।
মৃত যুবকের নাম হরসিত মণ্ডল। বয়স আনুমানিক ২২। তিনি হরিণঘাটার (Haringhata) নগরউখড়া দু’নম্বর পঞ্চায়েতের সিঙ্গা মাঠপাড়ার বাসিন্দা। হরসিত আগরতলায় (Agartala) একটি রেস্তরাঁয় কাজ করতেন বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। ছুটিতে বাড়ি এসেছিলেন। বাড়িতে বৃদ্ধা ঠাকুমার সঙ্গে থাকতেন তিনি। আরও জানা গিয়েছে, গত রবিবার মৃতের দিদি অঞ্জনা মণ্ডলের সঙ্গে হরসিত শেষ কথা হয়। সেদিনের পর থেকে যুবকের সঙ্গে যোগাযোগ করা যায়নি বলে দাবি পরিবারের। তারপরই বুধবার বাড়িতে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয়।
মৃতের দিদি বলেন, “ভাই ত্রিপুরার একটি হোটেলে কুকের কাজ করত। মাসখানেক আগে ছুটি নিয়ে বাড়ি আসে। এখানে ঠাকুমার সঙ্গে থাকত। আমার সঙ্গে শেষবার রবিবার ফোনে কথা হয়। তারপর থেকে কোনও যোগাযোগ করতে পারিনি। এই রকম হবে কোনও আভাস পাইনি।” হরসিতের কোনও শত্রু বা কারও সঙ্গে ঝামেলা ছিল না বলেই জানিয়েছে পরিবার।
মৃত্যুর কারণ ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা। খুন নাকি আত্মহত্যা তা নিয়ে প্রশ্ন উঠছে। আরও প্রশ্ন উঠছে, মৃত যুবকের ঠাকুমা একই বাড়িতে থাকার পরও কেন বিষয়টি বুঝতে পারেননি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.