টিটুন মল্লিক, বাঁকুড়া: ফের ভুল চিকিৎসার জেরে মৃত্যু ছাত্রের। এমনই অভিযোগ উঠল বাঁকুড়ার নবনির্মিত সুপারস্পেশ্যালিটি হাসপাতালের চিকিৎসকদের দিকে। ছাত্রের মৃ্ত্যুকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে হাসপাতাল চত্বর। হাসপাতালের মেন গেটের সামনেই ছাত্রের দেহ রেখে বিক্ষোভ শুরু করেছেন বাড়ির লোকজন। প্রায় ৫০০ জন উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণ করতে আসরে নেমেছে বড়জোড়া থানার পুলিশ। উত্তেজনা থাকায় হাসপাতাল চত্বর ও লাগোয়া এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
মৃত ছাত্রের নাম সুজয় বাউরি(১৩)। বাড়ি বড়জোড়ার ওয়াড়া গ্রামে। স্থানীয় ওয়াড়া জুনিয়র হাইস্কুলে অষ্টম শ্রেণিতে পড়ছিল সে। কয়েকদিন আগে ক্রিকেট খেলতে গিয়ে ডান পায়ে চোট পেয়েছিল। গত রবিবার বড়জোড়া সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ছেলেকে দেখাতে নিয়ে এসেছিলেন বাবা মিহির বাউরি। চিকিৎসকরা ছাত্রকে দেখে বেশকিছু ওষুধ দেন। অভিযোগ, সেগুলি খাওয়ার পর থেকেই অসুস্থতা বেড়ে যায়। রাতে পরিস্থিতি খারাপ হলে ফের ছেলেকে হাসপাতালে নিয়ে আসেন মিহিরবাবু। রাতে তাকে পর পর কয়েকটি ইঞ্জেকশন দেওয়া হয়। এরপর অসুস্থ হয়ে পড়ে সুজয়। তার শ্বাসকষ্ট শুরু হয়। শারীরিক অবস্থার ক্রমাবনতি দেখে বাঁকুড়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করে দেওয়া হয়। ততক্ষণে প্রায় নিস্তেজ হয়ে পড়েছে সুজয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তার।
ছেলের মৃত্যু হয়েছে বুঝতে পেরেই বাড়ির পথ ধরেন মিহিরবাবু। গোটা রাত বাড়িতেই দেহ রাখা ছিল। সকাল হতেই সুপার স্পেশ্যালিটি হাসপাতালে দেহ নিয়ে আসেন পরিবারের লোকজন। হাসপাতালের গেটের সামনে দেহ রেখে শুরু হয় বিক্ষোভ। বিষয়টি নিয়ে হাসপাতালের চিকিৎসকদের প্রশ্ন করা হলে তাঁরা প্রসঙ্গ এড়িয়েছেন। ঘটনাস্থলে হাসপাতাল সুপারকেও দেখা যায়নি। তাঁর সঙ্গে টেলিফোনেও যোগাযোগ করা সম্ভব হয়নি। খবরে পেয়ে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রসূন কুমার দাস জানিয়েছেন, মৃত্যুর খবর পেয়েছি। ঘটনার লিখিত অভিযোগ জানানো হলে তদন্ত হবে। তদন্তে ভুল চিকিৎসার প্রমাণ মিললে দোষীকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।
এদিকে জেলার সুপার স্পেশ্যালিটি হাসপাতালে বিক্ষোভের আঁচ পড়েছে শিল্পাঞ্চল বড়জোড়াতেও সংলগ্ন দুর্গাপুর শহরে ঢোকার ব্যস্ত রাস্তাতে পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা হচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.