Advertisement
Advertisement

Breaking News

Birbhum

‘বহিরাগত’ তোপের পরই ফোন প্রার্থীর, ‘বিরোধ’ ভুলে একসঙ্গে পুজো দিলেন দুধকুমার-দেবাশিস

দেবাশিসকে প্রার্থী করতেই বেসুরো হন দুধকুমার।

Debashish Dhar and Dudhkumar Mondal offered puja together in Birbhum

নিজস্ব চিত্র।

Published by: Subhankar Patra
  • Posted:April 3, 2024 10:40 pm
  • Updated:April 3, 2024 10:40 pm  

দেব গোস্বামী, বোলপুর: বীরভূম লোকসভায় (Birbhum Lok Sabha constituency) বিজেপি (BJP) প্রার্থী করেছে সদ্যপ্রাক্তন পুলিশ কর্তা দেবাশিস ধরকে। তার পরেই প্রার্থী নিয়ে বিদ্রোহের সুর বিজেপির অন্দরে। এক ধাপ এগিয়ে প্রকাশ্যে ‘বেসুরো’ বীরভূমের (Birbhum)  প্রাক্তন বিজেপি সভাপতি দুধকুমার মণ্ডল। তিনি জানান, “স্থানীয় কাউকে প্রার্থী করলে অ্যাডভান্টেজ পেত বিজেপি”। তার পরেই জল্পনা ছড়ায় তাহলে কি প্রার্থীর হয়ে প্রচারে নামবেন না তিনি? এই মন্তব্যের পরেই বুধবার দুধকুমারকে ফোন করেন দেবাশিস। তাতেই গলেছে তাঁদের বরফ। প্রার্থীর থেকে ফোন পেয়ে তাঁর কাছে সকালেই হাজির হন দুধকুমার। পুজোও দেন একসঙ্গে। পুজো দিয়ে ১৮০ ডিগ্রি ঘুরে দুধকুমার জানান, “উনি বিজেপির প্রার্থী হয়েছেন এটা গৌরবের”।

গত বিধানসভা ভোটে শীতলকুচিতে জওয়ানদের গুলি চলানো ঘটনায় মৃত্যু হয় ৪ জন গ্রামবাসীর। সেই সময় নির্বাচন কমিশনের নির্দেশে ওই এলাকার দায়িত্বে ছিলেন দেবাশিস ধর।  রাজ্যে ভোট মিটে যাওয়ার পর কাম্পালসারি ওয়েটিংয়ে পাঠানো হয় তাঁকে। সিআইডিকে শীতলকুচি কাণ্ডের তদন্তভার দেওয়া হলে তদন্তের মুখে পড়তে হয় দেবাশিসকে। তাঁর সম্পতি হিসাব আসে আতশ কাচের তলায়। সেই থেকে কাম্পালসারি ওয়েটিংয়েই ছিলেন তিনি। সম্প্রতি পুলিশকর্তার পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপির প্রার্থী হন। প্রার্থী হতেই বিস্ফোরক মন্তব্য করেন দুধকুমার। তিনি জানান,” স্থানীয় কাউকে প্রার্থী করলে অ্যাডভান্টেজ পেত বিজেপি। সাধারণ মানুষ এবং বিজেপি কর্মীদের কথা না শোনার খেসারত দিতে হবে দলকে।”

Advertisement

[আরও পড়ুন: জলে ডুবে মৃত মা, শোকে আত্মহত্যা বিশেষ শারীরিক ক্ষমতাসম্পন্ন মেয়ের]

তার পরেই দেবাশিসের ফোন যায় দুধকুমারের কাছে। এর পরই বুধবার দুজনকে সাঁইথিয়া নন্দীকেশ্বরী ৫১ পীঠ মন্দিরে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে পুজো দিতে দেখা যায়। একে অপরকে মালা পরিয়ে অভ্যর্থনাও জানান। পুজো দেওয়ার পরই বিজেপির প্রাক্তন জেলা সভাপতি দুধকুমার মণ্ডল জানান, “কোনও মতবিরোধ নেই। একসঙ্গেই লড়াই হবে বীরভূম লোকসভা কেন্দ্রে। অন্তরের অন্তঃস্থল থেকে প্রার্থীকে আমি মেনে নিয়েছি। আমার থেকে অত্যন্ত যোগ্যতম প্রশাসনিক মানুষ তিনি। উনি বিজেপির প্রার্থী হয়েছেন এটা গৌরবের।” বিজেপি প্রার্থী দেবাশিস ধর জানান, “আমি বহিরাগত নই,পুলিশে থাকাকালীন দীর্ঘদিন কাজ করেছি বীরভূমে। আমাদের দাদা-ভাই সম্পর্ক। কোনও বিরোধ নেই। একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। উনি আমাকে জেতাবেন এবং সব রকম সহযোগিতা করবেন। আমাদের জয় নিশ্চিত।”

[আরও পড়ুন: কেন রান্না করতে দেরি? মাকে পিটিয়ে মারল মানসিক ভারসাম্যহীন ছেলে!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement