দেব গোস্বামী, বোলপুর: ঘুমন্ত অবস্থায় বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় মৃত বেড়ে তিন। মা, ছেলের পর প্রাণ গেল গৃহকর্তারও। শনিবার সকালে বর্ধমানের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তাঁর। বোলপুরের রায়পুরের সুপুর গ্রাম পঞ্চায়েতের নতুন গীত গ্রামের ঘটনায় এখনও কাটেনি রহস্যের জট। কে বা কারা এই কাজ করল, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
শেখ তুতা ও তাঁর স্ত্রী রুপা বিবি, বোলপুর থানার রায়পুর সুপুর গ্রাম পঞ্চায়েতের নতুন গীত গ্রামের বাসিন্দা। দম্পতির দুই পুত্র সন্তান রয়েছে। যাদের নাম আয়ান শেখ ও শেখ রাখ। বৃহস্পতিবার রাতে খাওয়াদাওয়ার পর ছোটো ছেলেকে নিয়ে দম্পতি ঘুমিয়ে পড়েন। খোলা ছিল জানলা। অভিযোগ, সেই সুযোগকেই কাজে লাগায় অভিযুক্তরা। জানলা দিয়ে ঘরে ছিটিয়ে দেওয়া হয় কেরোসিন। তার পর ধরিয়ে দেওয়া হয় আগুন। দাউ দাউ করে আগুন জ্বলে উঠলে আর্তনাদ করেন দম্পতি। সেই সময় তা শুনতে পান শেখ রাজ। সে ছুটে পাশের ঘরে এসে দেখে দাউ দাউ করে জ্বলছে লেলিহান শিখা।
তড়িঘড়ি তিনজনকে উদ্ধার করে প্রথমে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় তাঁদেরকে বর্ধমানের এক বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে প্রথমে ছোটো ছেলে আয়ানের মৃত্যু ঘটে। পরে মায়ের মৃত্যু হয়। শনিবার সকালে ওই বেসরকারি হাসপাতালেই প্রাণ গিয়েছে মহিলার স্বামীরও। একই পরিবারের তিনজনের প্রাণহানির নেপথ্যে আসল কারণ কী, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.