Advertisement
Advertisement

Breaking News

শাসকদলের বিধায়ককে ফোনে প্রাণনাশের হুমকি, চাঞ্চল্য চন্দ্রকোণায়

প্রাণনাশের হুমকি পঞ্চায়েত সমিতির সভাপতিকেও৷

Death threat to TMC MLA

ছবি: প্রতীকী।

Published by: Tanumoy Ghosal
  • Posted:November 8, 2018 10:01 pm
  • Updated:November 8, 2018 10:02 pm  

শ্রীকান্ত পাত্র, ঘাটাল: প্রাণনাশের হুমকি পেলেন চন্দ্রকোণার বিধায়ক ছায়া দলুই৷ একইভাবে হুমকি পেয়েছেন চন্দ্রকোণায় দু’নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি হীরালাল ঘোষও৷ পরপর বেশ কয়েকদিন এক অজানা নম্বর থেকে শাসকদল তৃণমূলের দুই শীর্ষ পদাধিকারীকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ৷ অভিযোগ পেয়ে নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসনও৷ বিধায়ক ও সভাপতি দু’জনেই চন্দ্রকোণা থানায় অভিযোগ দায়ের করেছেন৷ চন্দ্রকোণা থানার ওসি সুদীপ ঘোষাল বলেন, “অভিযোগ পেয়ে মোবাইল নম্বর ধরে তদন্ত শুরু হয়েছে৷ খুব শীঘ্রই কিনারা পাওয়া যাবে৷ ”

[ পদোন্নতি আটকে দেওয়ার হুমকি, মুকুলের বিরুদ্ধে এফআইআর জেলাশাসকের]

Advertisement

জানা গিয়েছে, দিন পনেরো আগে প্রথম হুমকি ফোন আসে  চন্দ্রকোণা দু’নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি  হীরালাল ঘোষের মোবাইলে৷ প্রথমে গালিগালাজ, তারপর প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়৷ হীরালালবাবু বলেন, “একটি অজানা নম্বর থেকে প্রথম ফোন আসে৷ প্রথমে অশ্রাব্য ভাষায় গালাগালি, তারপর খুনের হুমকি দেয়৷ প্রথমে কোনও পাত্তা দিইনি৷ তারপর বেশ কয়েকবার একই নম্বর থেকে হুমকি ফোন আসে৷ কেন কী উদ্দেশ্যে খুনের হুমকি তাও খুলে বলছে না৷ হুমকি দিয়েই ফোনের সুইচড অফ করে দেওয়া হচ্ছে৷ আমি পুলিশকে লিখিতভাবে জানিয়েছি৷”  অন্যদিকে একই নম্বর থেকে ফোন করে প্রাণনাশের হমকি দেওয়া হয়েছে চন্দ্রকোণায় বিধায়ক ছায়া দলুইকেও৷ তাঁর বক্তব্য, “বেশ কয়েকদিন ধরে একটি অজানা মোবাইল নম্বর থেকে আমার মোবাইলে একটি ফোন আসছে৷ প্রথমে গালাগালি, তারপর প্রাণনাশের হুমকি৷ পুলিশে জানানো হয়েছে৷ ”

কিন্তু, শাসকদলের বিধায়ক ও পঞ্চায়ত সমিতির সভাপতিকে কেন হুমকি দেওয়া হচ্ছে? চন্দ্রকোণা ব্লক তৃণমূল সুত্রে জানা গিয়েছে, চন্দ্রকোণা শহরে জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে দলের দুই গোষ্ঠীর লড়াই চলছে গত একমাস ধরে৷ দুই গোষ্ঠীই পরস্পরকে টেক্কা দিতে উঠে পড়ে লেগেছে বলে দলীয় সুত্রে খবর৷ একটি গোষ্ঠীর নেতৃত্বে পুর চেয়ারম্যান অরূপ ধাড়া ও অন্য গোষ্ঠীর নেতৃত্বে ব্লক তৃণমূল সভাপতি হীরালাল ঘোষ, বিধায়ক ছায়া দলুইরা৷ তার জেরে এই ঘটনা বলে মনে করা হচ্ছে৷

[ ঘণ্টায় ২০০ কিলোমিটার! চিত্তরঞ্জনের ইঞ্জিন যেন ‘উসেইন বোল্ট’]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement