প্রতীকী ছবি।
শংকর রায়, রায়গঞ্জ: চাল দেওয়া নিয়ে ঝামেলা। তার জেরেই গ্রাহক ও তাঁর ছেলের এলোপাথাড়ি মারে মৃত্যু হল রেশন ডিলারের! এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার দুপুরে উত্তর দিনাজপুরের গোয়ালপোখর থানার ভেন্ডাবাড়ি এলাকার ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ায়। অভিযুক্ত দুজনই পলাতক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্তে নেমেছে পুলিশ।
রেশন ডিলারের নাম কমল দাস। বয়স ৫৪ বছর। মৃতের পরিবার সূত্রে জানা যায়, এদিন সকালে ছটপুজো উপলক্ষে দূরের গ্রাহকদের দুয়ারে রেশন প্রকল্পে দ্রব্য সামগ্রী সরবরাহ করতে বেরন তিনি। দুপুর বাড়ি ফিরে আসেন কমল। বাড়ি পৌঁছতেই প্রতিবেশী গ্রাহক চন্দনা সিংহ ও তাঁর ছেলে করণ সিংহ ওই ডিলারকে তখনই রেশনের চাল দিতে চাপ সৃষ্টি করেন। এনিয়ে প্রথমে বচসা বাঁধে। প্রতিবাদ করতেই তা গড়ায় হাতাহাতিতে। অভিযোগ, মা ও ছেলে রেশন ডিলারের পেটে ও বুকে বেধড়ক ঘুষি-লাথি চালাতে শুরু করেন।
কিছুটা দূরে লরি থেকে চালের বস্তা নামাচ্ছিলেন শ্রমিকরা। তাঁরা ছুটে এসে ঝামেলা থামানোর চেষ্টা করেন। অভিযোগ, কোনও অনুরোধ না শুনে অভিযুক্তরা মারধর করতে থাকে। তাতে অজ্ঞান হয়ে পড়েন কমল। চিৎকার শুনে ছুটে আসেন পরিবারের সদস্যরাও। তার পরই পালিয়ে যায় অভিযুক্তরা। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় কমলের।
মৃতের স্ত্রী রমা দাসের অভিযোগ, “আমি ছাদে দাঁড়িয়ে ছিলাম। সেই সময় পাড়ার ওরা তখনই চাল দিতে চাপ দেন। স্বামী সবে বাড়িতে এসেছিল। ভাত খেয়ে চাল দেওয়ার কথা বলেছিল। কিন্তু কোনও কথা না শুনে তখনই বুকে পেটে মারতে থাকে।” প্রত্যক্ষদর্শী রেশন দোকানের এক কর্মী বলেন, “আমি লরি থেকে চাল নামাচ্ছিলাম। সকালে বিহারি বসতিতে ছটের জন্য চাল বিলি করা হয়। তার পর বাড়ি ফিরে দেখি এই অবস্থা।” ইসলামপুর পুলিশ সুপার জবি থমাস বলেন, “মৃতের পরিবারের তরফে এখনও কোনও অভিযোগ জমা পড়েনি। তবে ঘটনার তদন্ত শুরু হয়েছে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.