Advertisement
Advertisement
engineering seats

বেহাল পরিকাঠামো, ইঞ্জিনিয়ারিংয়ে ৮০ হাজার আসন কমছে

আইআইটিতে ছাত্রীদের জন্য আসন সংরক্ষণ।

Dearth of students, AICTE to scrap 80 thousand engineering seats
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 9, 2018 9:43 am
  • Updated:June 6, 2019 2:29 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  ফের কমতে চলেছে ইঞ্জিনিয়ারিংয়ের আসন সংখ্যা। অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন (এআইসিটিই)-এর চেয়ারপার্সন অনিল সহস্যবুদ্ধে জানিয়েছেন, চলতি বছরে ইঞ্জিনিয়ারিংয়ে ৮০,০০০টি আসন কমানো হবে। অন্যদিকে,  ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির(আইআইটি) সব শাখায় মোট ৭৭৯টি আসন মহিলাদের জন্য সংরক্ষিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন শিক্ষাবর্ষ থেকেই আইআইটি-তে সংরক্ষণের সুবিধা পাবেন ইঞ্জিনিয়রিংয়ের ছাত্রীরা।

[পিএনবি কেলেঙ্কারিতে মোদি-মেহুলের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা]

Advertisement

সরকারি কলেজই শুধু নয়, দেশের বিভিন্ন প্রান্তে এখন ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ। প্রতিটি বছর সেই সব কলেজে ভরতি হচ্ছেন ইঞ্জিনিয়ারিং পড়তে ইচ্ছুক পড়ুয়াদের একটি বড় অংশ। কিন্তু, বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের পড়াশোনার মান ও পরিকাঠামো নিয়ে নিয়ে প্রশ্ন উঠেছে। ইঞ্জিনিয়ারিং পাশ করেও মনের মতো চাকরি পাচ্ছেন না অনেকেই। পরিস্থিতি এমনই, যে ইঞ্জিনিয়ারদের চাকরি পাওয়ার জন্য আবার এমবিএ পড়তে হচ্ছে! এমবিএ ডিগ্রি নিয়ে বিভিন্ন বেসরকারি সংস্থা যোগ দিচ্ছেন তাঁরা। এই পরিস্থিতিতে গত চার বছর ধরেই ইঞ্জিনিয়ারিংয়ে আসন সংখ্যা কমিয়ে দেওয়া প্রবণতা চোখে পড়ছে।

পরিসংখ্যান বলছে, ২০১৮-১৯ শিক্ষাবর্ষের হিসেব ধরলে গত চার বছরে ইঞ্জিনিয়ারিংয়ের আসন কমেছে ৩ লক্ষেরও বেশি। বস্তুত, পর্যাপ্ত পড়ুয়া না পেয়ে গোটা দেশে কমপক্ষে ২০০টি ইঞ্জিনিয়ারিং কলেজ ঝাঁপ বন্ধ করার আবেদন জানিয়েছে বলে জানা গিয়েছে। এআইসিটিই জানিয়েছেন, আগামী শিক্ষাবর্ষ থেকে ওই কলেজগুলি আর পড়ুয়ারা ভরতি হতে পারবেন না। তবে যাঁরা ইতিমধ্যেই ভর্তি হয়ে গিয়েছে, তাঁরা স্নাতক না হওয়া পর্যন্ত কলেজগুলি চলবে। বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজগুলিতে যখন পড়ুয়াই পাওয়া যাচ্ছে না, তখন আইআইটি এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি(এনআইটি)-তে কিন্তু আসনের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।  এআইসিটিআই সিদ্ধান্ত,  ২০২২ সালের মধ্যে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজে চলা অনুষ্ঠানের কমপক্ষে ৫০ শতাংশ ন্যাশনাল বোর্ড অফ অ্যাক্রিডিটেশন(এনবিএ)-র স্বীকৃতিপ্রাপ্ত হতে হবে। বতর্মান যা মাত্র দশ শতাংশ।

[বিজেপি বিধায়ক ধর্ষণ করেছে, অভিযোগে যোগীর বাড়ির সামনে আত্মহত্যার চেষ্টা নির্যাতিতার]

এবছর জয়েন্ট এন্ট্রান্স (অ্যাডভান্স)পরীক্ষা হবে ২০ মে। আইআইটি কর্তৃপক্ষের অনুমান,  সংরক্ষণের কারণে নতুন শিক্ষাবর্ষের ইঞ্জিনিয়ারিং-এ ছাত্রীর সংখ্যা প্রায় দ্বিগুণ হতে পারে। সবচেয়ে বেশি আসন সংরক্ষিত থাকবে খড়গপুর আইআইটিতে। সেখানে ১১৩টি আসনে পড়াশোনা করতে পারবেন শুধুমাত্র ছাত্রীরাই। আইআইটি ধানবাদে ৯৫টি, আইআইটি কানপুরে ৭৯টি, আইআইটি ভুবনেশ্বরে ৭৬টি, আইআইটি রুরকিতে ৬৮টি এবং আইটি দিল্লি, আইআইটি বম্বে ও আইআইটি গুয়াহাটিতে ৫৭টি করে আসন ছাত্রীদের জন্য সংরক্ষিত থাকবে।

[মহিলাদের চটুল নৃত্যে টাকা ওড়াচ্ছে যোগীর রাজ্যের পুলিশ, ভাইরাল ভিডিও]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement