সুমিত বিশ্বাস, পুরুলিয়া: বিজেপির ডাকা ১২ ঘণ্টার বনধে থমথমে পুরুলিয়া৷ বিজেপি কর্মী খুনের প্রতিবাদে চলছে বলরামপুর বনধ৷ আজ সকাল থেকে কার্যত শুনশান বলরামপুর৷ অশান্তি এড়াতে মোতায়েন রয়েছে পর্যাপ্ত বাহিনী৷ তবে, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হলেও আতঙ্ক কাটেনি স্থানীয়দের মধ্যে৷ বরং, বুধবার রাতে রাজনৈতিক হিংসার খবর ছড়িয়ে পড়তেই নতুন করে উত্তেজনা ছড়িয়েছে জঙ্গলমহলে৷
বিজেপি কর্মী খুনের বিতর্ক আরও উসকে দিয়েছেন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ নিজেই৷ গোটা ঘটনার নিন্দা জানিয়ে টুইটারে মোদির সেনাপতি অমিত শাহ বলেন, ‘‘পশ্চিমবঙ্গে আমাদের কর্মীদের এভাবে মারা হল৷ এটা খুবই হতাশাজনক৷ মতাদর্শগত পার্থক্য থাকার কারণে আজ ওই যুবককে মেরে গাছে সঙ্গে ঝুলিয়ে দেওয়া হল৷’’
রাজ্যে বিজেপি কর্মীর মৃত্যুকে কেন্দ্র করে অমিত শাহের টুইটের পর বঙ্গ বিজেপির তরফেও বড়সড় আন্দোলনের কথা ঘোষণা করা হয়৷ ঘটনার প্রতিবাদ জানিয়ে দোষীদের উপযুক্ত শাস্তি-সহ মৃত যুবকের পরিবারের সদস্যদের পাশে থাকারও আশ্বাস দেওয়া হয় বঙ্গ বিজেপির তরফে৷
Deeply hurt by the brutal killing of our young karyakarta, Trilochan Mahato in Balarampur,West Bengal. A young life full of possibilities was brutally taken out under state’s patronage. He was hanged on a tree just because his ideology differed from that of state sponsored goons. pic.twitter.com/nHAEK09n7R
— Amit Shah (@AmitShah) May 30, 2018
বুধবার সাতসকালে কর্মী খুনের খবরে রাজনৈতিক উত্তাপ বাড়তে না বাড়তেই রাতেই ফের দুষ্কৃতীর হাতে আক্রান্ত হন বিজেপির দুই কর্মী৷ বলরামপুর লাগোয়া বরাবাজার এলাকার এই ঘটনায় বৃহস্পতিবার নতুন করে উত্তেজনা তৈরি হয়৷ বিজেপির অভিযোগ, তৃণমূলের দুষ্কৃতীরা তাঁদের কর্মীদের উপর চড়াও হয়৷ দুষ্কৃতী তাণ্ডবে মাথায় ও পায়ে গুরুতর চোট পান দুই বিজেপি কর্মী৷ তাঁদের আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপতালে ভরতি করা হয়েছে৷ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷
বুধবার রাতের এই হামলার খবর বৃহস্পতিবার ছড়িয়ে পড়েই উত্তেজনা তৈরি হয়৷ এদিনের বনধের সমর্থনে ও কর্মী মৃত্যুর প্রতিবাদে পুরুলিয়া শহরে যুবমোর্চার তরফে বিক্ষোভ ও ধিক্কার মিছিল হয়৷ বিজেপির অভিযোগ, এই ঘটনার পিছনে তৃণমূলের হাত রয়েছে৷ যদিও তৃণমূলের পক্ষে তা অস্বীকার করা হয়েছে৷
অভিযোগ, মঙ্গলবার রাতে বলরামপুরের সুপুরডি গ্রামে বিজেপির যুবকর্মী ত্রিলোচন মাহাতোকে খুন করে গাছে ঝুলিয়ে দেয় দুষ্কৃতীরা। মৃত ওই বিজেপি কর্মীর পরনে থাকা জামার উপর হুমকি পোস্টার লেখা উদ্ধার হয়৷ এঘটনায় বুধবার চাঞ্চল্য তৈরি হয় বলরামপুর-সহ গোটা পুরুলিয়া জেলায়৷
ছবি- সুনীতা সিং
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.