সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গঙ্গাসাগরেও ভূতুড়ে ভোটার! জীবিতদের তালিকায় এখনও রয়েছেন মৃতরাও! দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুরের প্রায় সব বুথের ভোটার তালিকায় এখনও পর্যন্ত জীবিত রয়েছেন মৃত ব্যক্তিরা! আর এ নিয়ে তুমুল শোরগোল গঙ্গাসাগর এলাকায়।
গঙ্গাসাগরে রামকরচর গ্রাম পঞ্চায়েতে ৫৯ নম্বর বুথে ভোটার তালিকায় ৩০-৩৫ জন মৃতের নাম রয়েছে। তাদের কারও চার বছর আগে আবার কারও দশ বছর আগে মৃত্যু হয়েছে। এমন ২০-২৫ জনের নাম ভোটার তালিকায় রয়েছে তারা এলাকায় থাকে না। ১০-১২ বছর আগে তাঁরা কর্মসূত্রে রাজ্যের বিভিন্ন জেলায় চলে গিয়েছেন। এই তালিকাকে কেন্দ্র করে মঙ্গলবার চাঞ্চল্য ছড়িয়েছে গঙ্গাসাগরে।
এ বিষয়ে মৃত প্রফুল্ল রানার স্ত্রী মিনতি রানা জানান, “চার বছর আগে আমার স্বামী মারা গিয়েছে। সরকারি কাগজপত্র রয়েছে। রেশন কার্ডেও মৃত। এরেশন মিলছে না। কিন্তু ভোটার লিস্টে আমার স্বামী জীবিত। বিষয়টি আমার কাছে বোধগম্য হচ্ছে না।” মিনতি রানার মতোই মৃত কাশীনাথ রানার স্ত্রী বৈশাখী রানা অভিযোগ করেছেন,”দশ বছর আগে আমার স্বামী মারা গিয়েছে। সরকারি কাগজপত্র রয়েছে। মারা যাওয়ার কারণে রেশন বন্ধ করে দেওয়া হয়েছে। সরকারিভাবে সুযোগ-সুবিধা থেকে আমরা বঞ্চিত। কিন্তু ভোটার লিস্টে আমি দেখলাম, আমার স্বামীর নাম রয়েছে। এ বিষয়টি পঞ্চায়েতের সদস্যকে জানালে পঞ্চায়েত সদস্য বলেন ভোটার লিস্টের নাম থাকবে এখন কাটা যাবে না।” এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা নান্টু কুমার বেড়া বলেন, “ভোটার লিস্টের নামের মাধ্যমে দুর্নীতি হচ্ছে। এর সঙ্গে কালোবাজারি যুক্ত রয়েছে। ভোটার লিস্টে নাম থাকার কারণে ওই ব্যক্তির নামে রেশন তোলা হচ্ছে সেই রেশন যাচ্ছে কোথায়? আমরা বারবার প্রশাসনকে জানিয়েছি কিন্তু কোনও লাভ হয়নি।”
এ প্রসঙ্গে মথুরাপুর বিজেপির সংগঠনিক জেলা কনভেনার অরুণাভ দাস তোপ দাগেন। বলেন, “তৃণমূলের সম্পদ এই ভূতুড়ে ভোটার। তৃণমূলের সন্ত্রাস এবং ভূতুড়ে ভোটারদের জন্যই তৃণমূল নির্বাচনে জয়লাভ করছে। ভোটার লিস্টের নাম রয়েছে কিন্তু অনেকে মারা গিয়েছে। তাদের নামও এই ভোটার লিস্টে রয়েছে। আমরা চাইব যে ভোটার লিস্ট সংশোধন করা হোক। সংশোধন করা হলে তাহলে এই সরকারের পতন অনিবার্য। মানুষ এবার গর্জে উঠেছে।” যদিও গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটি ভাইস চেয়ারম্যান ও সাগর ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সন্দীপ পাত্র বলেন, “বিজেপি সরকার এজেন্সি দ্বারা ভোটার লিস্টে কারচুপি করছে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর বিরুদ্ধে সরব হয়েছে। আমরা চাই ভোটার লিস্ট সংশোধন করা হোক।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.