ফাইল ছবি।
অর্ণব দাস, বারাসত: এবার মিড ডে মিলের খাওয়ারে মিলল পোকা! এই অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল শাসনের খড়িবাড়ি এলাকায়। ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকেরা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খড়িবাড়ি চৌমখা অঙ্গনওয়াড়ি সেন্টারে আলাদাভাবে মিড ডে মিল রান্নার জায়গা না থাকায় পাশের বাড়ির একটি চালা ঘরে রান্না করা হয়। এদিন পড়ুয়াদের জন্য সেখানেই খিচুড়ি রান্না করা হয়েছিল। সেই খাওয়ার পরিবেশন করার পরই ঘটে বিপত্তি। অভিযোগ, এই খিচুড়িতেই মেলে পোকা। ঘটনাটি জানাজানি হতেই ক্ষোভ প্রকাশ করেন অবিভাবিকারা। তাঁরা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এসে রাধুনিকে ঘিরে বিক্ষোভ দেখায়।
এই প্রসঙ্গে অভিভাবক তহমিনা খাতুন বলেন, “এর আগেও এমন অভিযোগ উঠেছিল। তখন বিডিও অফিস থেকে বিষয়টি নজর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এরপর ফের একই ঘটনা ঘটল।” অপরিচ্ছন্নভাবে রান্না করার কারণে এমন ঘটনা বলেও অভিযোগ করেন অভিভাবকেরা। এবিষয়ে রাধুনি সরস্বতী পাল বলেন, “চাল ধুয়ে পরিস্কার করেই রান্না করেছি। কিন্তু পোকা গেল কীভাবে বুঝতে পারছি না।” ভুল স্বীকার করে ভবিষ্যতে এমন হবে না বলেও জানান তিনি।
বিষয়টি জানার পরই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যান শাসনের কীর্তিপুর ১ নম্বর পঞ্চায়েতের প্রধান রবিউল ইসলাম। তিনি বলেন, সত্যিই মিড ডে মিলের খাওয়ারে পোকা ছিল। বিষয়টি বিডিওকে জানিয়েছি। ভবিষ্যতে যাতে এধরনের ঘটনা না ঘটে, সেদিকে খেয়াল রাখা হবে। অঙ্গনওয়াড়ি সেন্টারটি নতুন করে তৈরি হয়েছে। রান্নার জায়গার কাজ এখনও শেষ হয়নি। তাই পাশের বাড়ির চালাঘরে রান্না হয়েছিল বলেও এদিন জানান তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.