Advertisement
Advertisement

Breaking News

Birbhum Woman Death

বীরভূমের কীর্ণাহারে উদ্ধার বিধবার রক্তাক্ত দেহ, যৌন সঙ্গমের পর খুন! সন্দেহ পুলিশের

স্বামীর মৃত্যুর পর একাই থাকতেন ওই মহিলা।

Dead body of a woman found at Kirnahar village of Birbhum | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Suparna Majumder
  • Posted:April 18, 2022 9:46 am
  • Updated:April 18, 2022 9:46 am  

ভাস্কর মুখোপাধ্যায়, বোলপুর: সাতসকালে বীরভূমের (Birbhum) কীর্ণাহারে উদ্ধার এক মহিলার মৃতদেহ।  জানা গিয়েছে, মৃতের নাম মঞ্জু বাগদী। বয়স ৩৮। সোমবার কীর্নাহার থানা এলাকার হরানন্দপুর গ্রামে ঘটেছে এই ঘটনা।  খবর জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

সোমবার কীর্নাহার থানার হরানন্দপুর গ্রামের এক মাঠের মধ্যে ওই মহিলার দেহ পড়ে ছিল। স্থানীয় বাসিন্দাদের সূত্রে খবর, তাঁর গলায় শাড়ি দিয়ে ফাঁস লাগানো ছিল। শোনা গিয়েছে, ৩৮ বছরের মঞ্জু বাগদীর স্বামী বহুদিন আগেই প্রয়াত হয়েছেন। তারপর থেকে একাই থাকতেন তিনি। স্থানীয়দের দাবি, বিধবা ওই মহিলার একজনের সঙ্গে প্রেমের সম্পর্কও ছিল। 

Advertisement

[আরও পড়ুন: শান্তিনিকেতনে নাবালিকা ‘গণধর্ষণ’ কাণ্ডে গ্রেপ্তার ২ নাবালক-সহ চার অভিযুক্ত]

এদিন সকালে স্থানীয়রাই প্রথমে মঞ্জু বাগদীর দেহ দেখতে পান। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়েই ঘটনাস্থলে আসে কীর্ণাহার থানার পুলিশ। ৩৮ বছরের মহিলার দেহ উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়। মাঠের মধ্যে কীভাবে এক মহিলার দেহ এভাবে পড়ে, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই প্রত্যক্ষদর্শীদের একপ্রস্থ জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তদন্তের প্রয়োজনে স্থানীয় বাসিন্দা এবং মহিলার পরিচিতদেরও জিজ্ঞাসাবাদ করা হতে পারে। 

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, মহিলাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। তবে শোনা যাচ্ছে, মহিলার রক্তপাতের চিহ্নও দেখা গিয়েছে। পুলিশের সন্দেহ, মৃত্যুর আগে মহিলা যৌন সঙ্গমে লিপ্ত হয়েছিলেন। চূড়ান্ত মুহূর্তেই তাঁকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। পুরো বিষয়টিই অবশ্য় এখনও তদন্ত সাপেক্ষ। কার সঙ্গে মঞ্জু বাগদীর প্রেমের সম্পর্ক ছিল। সে সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। ময়না তদন্তের রিপোর্ট হাতে এলেও কিছু তথ্য জানা যাবে বলে মনে করা হচ্ছে। 

[আরও পড়ুন: প্রবল ঝড়বৃষ্টিতে লন্ডভন্ড উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা, কালবৈশাখীর জেরে কোচবিহারে মৃত ২]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement