Advertisement
Advertisement

Breaking News

Murshidabad

এবার মুর্শিদাবাদে উদ্ধার পরিযায়ী শ্রমিকের আঙুল কাটা দেহ, ভোট হিংসার মাঝেই চাঞ্চল্য

মাথার পিছনে চোট আছে বলে দাবি প্রত্যক্ষদর্শীদের।

Dead body of a migrant worker recovered from Murshidabad | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:July 13, 2023 12:41 pm
  • Updated:July 13, 2023 12:51 pm  

শাহজাদ হোসেন, ফরাক্কা: সাতসকালে রাস্তার ধার থেকে উদ্ধার রক্তাক্ত দেহ। মৃতদেহের বাম হাতের একটি আঙুল কাটা। আর এই ঘটনা ঘিরেই রহস্য বেড়েছে মুর্শিদাবাদের সুতি এলাকায়। কেউ কি উদ্দেশ্যপ্রণোদিতভাবে খুন করেছে না কি নিছক দুর্ঘটনায় মৃত্যু, তা খতিয়ে দেখছে মুর্শিদাবাদের (Murshidabad) পুলিশ।

মৃত যুবকের নাম সুনীল মণ্ডল (২৫)। বাড়ি সুতির চাঁদনিচক। আট মাস আগে তিনি চেন্নাইয়ে কাজে গিয়েছিলেন। পরিবারের দাবি, তাঁকে খুন করা হয়েছে। বুধবার তিনি চেন্নাই থেকে বাড়ি ফিরছিলেন। কিন্তু পরিবারের কাছে আর তাঁর ফেরা হল না। বৃহস্পতিবার সকালে সুতির মানিকপুর ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখা যায়। মৃত শ্রমিকের বাম হাতের কড়ে আঙুল কাটা। মাথার পিছনে চোট আছে বলে দাবি প্রত্যক্ষদর্শীদের।

Advertisement

[আরও পড়ুন: বুথেই সেরিব্রাল অ্যাটাক, হাসপাতালে মৃত্যু ভোটকর্মীর, কমিশনের বিরুদ্ধে খুনের অভিযোগ পরিবারের]

যদিও প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সুনীল মণ্ডল চেন্নাই থেকে বাড়ি ফিরছিলেন। বুধবার রাতে বাসে মানিকপুরে ফেরেন। সেখানে একটি মদের ভাটিতে মদ খান সুনীল। মদ্যপ অবস্থায় জাতীয় সড়ক পার করার সময় কোনও গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে তাঁর। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে।

[আরও পড়ুন: রাতভর মুষলধারে বৃষ্টি, বানভাসি ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকা, লাল সতর্কতা উত্তরের ৪ জেলায়]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement