Advertisement
Advertisement

স্ত্রীর অবৈধ সম্পর্কের জের! হাসপাতালেই আত্মঘাতী ঠিকাকর্মী

পালটা মারধরের অভিযোগ এনেছেন মৃতের স্ত্রী।

Dead body in Tehatta hospital
Published by: Tanujit Das
  • Posted:November 19, 2018 5:28 pm
  • Updated:November 19, 2018 5:28 pm  

নিজস্ব সংবাদদাতা, তেহট্ট:  ঠিকাকর্মীর ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল তেহট্ট হাসপাতালে৷ সোমবার সকালে জেনারেটর রুমে ওই ব্যক্তিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান হাসপাতালের অন্যান্য কর্মীরা৷ মৃতের নাম অমল সর্দার, বয়স চল্লিশের কোঠায়৷ প্রাথমিক তদন্তে এই ঘটনাকে আত্মহত্যা বলেই অনুমান করছে পুলিশ৷ কিন্তু পরিবারের অভিযোগ, অবৈধ সম্পর্ক রয়েছে মৃতের স্ত্রীর। ঠিকাকর্মীর মৃত্যুর পিছনেও স্ত্রীর হাত থাকতে পারে৷ যদিও এখনও থানায় এই বিষয়ে কোনও লিখিত অভিযোগ দায়ের করেনি মৃতের পরিবার৷

[ঋণের টাকা চাইতে গিয়ে খুন মহিলা, চাঞ্চল্য বাগডোগরায়]

Advertisement

জানা গিয়েছে, তেহট্ট হাই স্কুল পাড়ার বাসিন্দা মৃত অমল সর্দার ওই হাসপাতালে জেনারেটর চালানোর কাজ করতেন৷ রবিবার রাতে তাঁর নাইট ডিউটি ছিল৷ সময়মতোই কাজে আসেন তিনি৷ সোমবার সকালে অনেক ডাকাডাকির পরেও জেনারেটর রুমের দরজা খোলেননি তিনি৷ সন্দেহ হয় হাসপাতালের অন্যান্য সদস্যদের৷ এরপর তাঁরাই কোনওক্রমে দরজা খুলে দেখেন ঘরের সিলিং ফ্যান থেকে ঝুলছেন অমলবাবু৷ খবর দেওয়া হয় পুলিশে৷ তাঁরা এসেই দেহটি উদ্ধার করেন৷ খুন নাকি আত্মহত্যা, বিষয়টি নিয়ে এখনও ধন্দে রয়েছেন খোদ পুলিশ আধিকারিকরাই৷ প্রাথমিক তদন্তে আত্মহত্যা মনে হলেও, ময়নাতদন্তের রিপোর্ট দেখেই তদন্ত এগিয়ে নিয়ে যেতে চাইছেন তাঁরা৷ 

[ঘরে ঢুকে সমকামী ভাড়াটিয়াকে বেধড়ক মার বাড়ির মালিকের]

মৃতের স্ত্রী হাসপাতালে গেলে তাকে মারধর করা হয় এবং হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়ায় বলেও অভিযোগ উঠছে৷ হামলাকারীরা তাঁর শ্বশুর বাড়ির সদস্য বলেই দাবি করেছেন মৃতের স্ত্রী৷ উত্তেজিত জনতার হাত থেকে ওই মহিলাকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায় পুলিশ৷ মৃতের দাদা বিমল সর্দারের অভিযোগ, কয়েকদিন ধরেই স্ত্রীর সঙ্গে ঝামেলা চলছিল অমলের৷ কারণ, অন্য পুরুষের সঙ্গে অবৈধ সম্পর্ক রয়েছে তাঁর ভাইয়ের বউয়ের৷ সেই নিয়ে দু’জনের মধ্যে ঝামেলা লেগেই থাকত৷ ফলে পথের কাঁটা দূর করতেই তাঁর ভাই অমল সর্দারকে খুন করা হয়েছে এবং ঘটনায় জড়িত রয়েছে ভাইয়ের বউ৷ যদিও মুখে অভিযোগ করলেও এখনও এই বিষয়ে পুলিশের কাছে কোনও লিখিত অভিযোগ দায়ের করেননি অমলের পরিবারের সদস্যরা৷

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement