স্টাফ রিপোর্টার: প্রাথমিকে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আরও চার জেলার ইন্টারভিউয়ের দিন ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ৷ শুক্রবার পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য জানান, দার্জিলিঙের শিলিগুড়িতে ইন্টারভিউ হবে আগামী ২৫ অক্টোবর৷ ২৬ ও ২৭ অক্টোবর ইন্টারভিউ হবে আলিপুরদুয়ারে৷ বীরভূমের প্রার্থীদের ইন্টারভিউয়ের দিন চূড়ান্ত হয়েছে ২৫-২৭ অক্টোবর৷ দক্ষিণ দিনাজপুরের ইন্টারভিউয়ের দিন এখনও পুরোপুরি চূড়ান্ত হয়নি৷ তবে ওই জেলার প্রার্থীদের ইন্টারভিউ হতে পারে সম্ভবত ২৭ ও ২৮ অক্টোবর৷ দ্রুত মালদহ ও হাওড়া জেলার ইন্টারভিউয়ের দিন ঘোষণা করা হবে৷
এদিকে শুক্রবার থেকে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা, কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, পশ্চিম মেদিনীপুর ও পুরুলিয়া জেলায় ইন্টারভিউ ও অ্যাপটিটিউড টেস্ট শুরু হয়েছে৷ এদিন সর্বত্র নির্বিঘ্নেই ইন্টারভিউ হয়েছে বলে জানান মানিকবাবু৷ ২২ অক্টোবর বাঁকুড়া ও ২৪ অক্টোবর জলপাইগুড়ি জেলায় এই প্রক্রিয়া চলবে৷ বর্ধমান, পূর্ব মেদিনীপুর, কোচবিহারে উপনির্বাচন রয়েছে৷ ওই তিন জেলায় নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলে ইন্টারভিউ হতে পারে৷ কিন্তু এখনও এ বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি৷ টিচার্স এলিজিবিলিটি টেস্ট (টেট) উত্তীর্ণ প্রার্থীদের মোবাইলে এসএমএস ও ইমেল মারফত ইন্টারভিউয়ের সংক্রান্ত যাবতীয় তথ্য ১৯ থেকে ২৮ অক্টোবরের মধ্যে জানাচ্ছে পর্ষদ৷ পরীক্ষায় বসার আবেদন জানানোর সময়ে প্রার্থীর দেওয়া রেজিস্টার্ড মোবাইল নম্বর ও ইমেল আইডিতে বিস্তারিত বিবরণ জানিয়ে দেওয়া হচ্ছে৷ উল্লেখ্য, প্রাথমিক স্কুলগুলিতে মোট শূন্যপদ রয়েছে ৪২ হাজার ৯৪৯৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.