Advertisement
Advertisement

Breaking News

নতুন করে অশান্তি পাহাড়ে, আটক মোর্চার দুই নেতা

দমকলের তিনটি গাড়িতে আগুন...

Darjeeling unrest: 2 Morcha leaders held for fanning violence
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 1, 2017 3:56 pm
  • Updated:July 1, 2017 3:56 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন করে অশান্তি ছড়াল পাহাড়ে। শনিবার কার্শিয়াংয়ের দমকলকেন্দ্রে হামলা চালানোর অভিযোগ উঠল গোর্খা জনমুক্তি মোর্চার সমর্থকদের বিরুদ্ধে। পুড়িয়ে দেওয়া হয় দমকলের তিনটি গাড়ি। অভিযোগ, দমকলকর্মীদের আটকে রেখে আগুন ধরিয়ে দেয় মোর্চা সমর্থকরা। পাশাপাশি দার্জিলিংয়ের সিংমারিতেও পুলিশের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে মোর্চা সমর্থকদের বিরুদ্ধে। হামলার অভিযোগে মোর্চার দুই নেতাকে আটক করেছে পুলিশ। এদিন রাতেও নতুন করে হামলার খবর পাওয়া গিয়েছে। আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করা হয় সরকারি সম্পত্তিতে।

সিপিএমের রাজ্য কমিটির সম্পাদক সূর্য মিশ্র এদিন দার্জিলিংয়ের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, “পাহাড়ের সাম্প্রতিক ঘটনায় আমরা অত্যন্ত উদ্বিগ্ন। পাহাড়ের আন্দোলনের সঙ্গে শিলিগুড়ি-সহ সমতলেও সম্প্রতি যে বিভাজনের রাজনীতি শুরু হয়েছে তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে বলে আশঙ্কার যথেষ্ট কারণ আছে। মুখ্যমন্ত্রীর প্ররোচনামূলক ভূমিকা ও দমনমূলক আচরণের পরিপ্রেক্ষিতে পাহাড়ে যে ‌অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে অবিলম্বে তার সমাধানের জন্য কেন্দ্র ও রাজ্য সরকারের সংবেদনশীল উদ্যোগ নেওয়া উচিত ছিল।” তাঁর অভিযোগ, “এই বিভাজনের রাজনীতির মোকাবিলা না করা গেলে পাহাড়ের সমস্যার সমাধানের বদলে পাহাড় ও সমতলের মানুষের মধ্যে দূরত্ব বাড়বে এবং পরিস্থিতির আরও অবনতি ঘটবে।” বামেদের তরফে শিলিগুড়িতে একটি মিছিলেরও আয়োজন করা হয়েছে।

Advertisement

[‘ডক্টরস ডে’তে ঝাড়গ্রামে কিশোরীর দেহে মিলল তিনটি কিডনি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement