সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভিনরাজ্য থেকে দার্জিলিংয়ে পড়তে এসে এক ছাত্রের রহস্যমৃত্যু। স্কুলের হস্টেল থেকে উদ্ধার ঝুলন্ত দেহ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, গলা দড়ি দিয়ে আত্মহত্যা করেছে ওই ছাত্র। এদিকে আবার খুনের অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার। তদন্তে দার্জিলিং থানার পুলিশ। ওই ছাত্রের বন্ধুদের জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা।
[ফের গণপিটুনি মালদহে, ছিনতাইবাজ সন্দেহে যুবককে বেধড়ক মার স্থানীয়দের]
‘পাহাড়ের রানি’ দার্জিলিং। এই শৈলশহরের বোর্ডিং স্কুলগুলির খ্যাতিও কম নয়। বেশিরভাগ স্কুলই কনভেন্ট। এ রাজ্য তো বটেই, ভিনরাজ্য বহু পড়ুয়া দার্জিলিংয়ে পড়াশোনা করতে আসে। ২০১৬ সালে চাঁদমারির গুডস্টার্ট মন্টেসরি স্কুলের ভরতি হয়েছিল বিহারের বাসিন্দা আদিত্য রাজ। স্কুলের হস্টেলে থাকত ষষ্ঠ শ্রেণির ছাত্রটি। পরিবারের লোকেদের দাবি, রবিবার ভোরে স্কুল কর্তৃপক্ষ ফোনে জানান, আত্মহত্যা করেছে আদিত্য। হস্টেলে ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ পাওয়া গিয়েছে। খবর পাওয়া মাত্রই দার্জিলিংয়ে চলে আসেন আদিত্যের বাড়ির লোকেরা। এদিকে ততক্ষণে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে দিয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশে অনুমান, হস্টেলে ঘরে গলার দড়ি দিয়ে আত্মহত্যা করেছে আদিত্য। ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোন ও গামছাও পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে।
যদিও ছেলে আত্মঘাতী হয়েছে, এমনটা কিন্তু মনে করছেন না আদিত্য রাজের পরিবারের লোকেরা। তাঁদের দাবি, আদিত্যকে পরিকল্পনামাফিক খুন করা হয়েছে। দার্জিলিং থানায় অভিযোগও দায়ের করেছে মৃতের পরিবার। তদন্তে পুলিশ। স্কুল কর্তৃপক্ষ ও আদিত্যের বন্ধুদের জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা।
ছবি: রবিন গিরি
[ উলটো রথের আগের দিন জগন্নাথদেবের মাসির বাড়িতে ভাণ্ডার লুট!]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.