Advertisement
Advertisement

Breaking News

আরও আরামদায়ক টয়ট্রেন সফর, আসছে নয়া এসি রেক

পাথরভাঙা ধুলোয় জেরবার যাত্রীদের বাঁচাতে...।

Darjeeling Himalayan railways to introduce AC toy train
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 19, 2018 10:33 am
  • Updated:August 10, 2019 3:02 pm  

নব্যেন্দু হাজরা: আঁকাবাঁকা রেললাইনের পাশের রাস্তা ধরে চলছে রাজেশ খান্নার জিপ। “মেরে স্বপ্ন কি রানি কব আয়ে গি তু।” ট্রেনে খোলা জানালার পাশে বসে বইয়ে মগ্ন শর্মিলা ঠাকুর। মাঝে মাঝে মুখ তুলে আড়চোখে রাজেশ খান্নাকে দেখে নেওয়া। একটু ইশারাও। টয়ট্রেনের এই জানালা আর খোলা থাকবে না! জানালায় বসতে চলেছে মোটা কাচের আস্তরণ। কারণ পাহাড়ে দূষণ। খোলা জানালা দিয়ে পাহাড় দেখার সুখ মিলবে না।

[নদিয়ার এই গ্রামের বাসিন্দাদের কীর্তি জানলে আপনিও গর্বিত হবেন]

Advertisement

গত কয়েক বছরে বদলে যাওয়া পাহাড়ে বদলাচ্ছে এবার টয়ট্রেনও। শৈলশহরের টয়ট্রেন এবার হতে চলেছে বাতানুকূল। দূষণ এড়িয়ে পাহাড় কেটে একেবেকে চলবে এবার নতুন টয় ট্রেন। বিদেশি পর্যটকদের আকর্ষণ বাড়াতেই চালু হতে চলেছে এসি রেক। ট্রেনে যাতে কোনওভাবেই ধুলো ঢুকতে না পারে সেকারণেই এই ভাবনা। তাছাড়া পরিবেশবিদরা বলছেন, শিলিগুড়ি থেকে কার্শিয়াং পর্যন্ত গরমকালে তাপমাত্রা অনেকটা বাড়ে। ফলে বিদেশি পর্যটকরা সমস্যায় পড়েন গরমে। তাঁদের ক্ষেত্রে এসি রেক হলে সুবিধা হবে। সবদিক ভেবেই এবার তাই বদল আসতে চলেছে টয় ট্রেনের কোচে। সেই নয়া ট্রেনের শুরু হয়ে গেল ট্রায়াল রানও। আপাতত দুটি এসি কোচ তৈরি করা হয়েছে। যেগুলি পরীক্ষামূলকভাবে চলছে শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত। খুব শীঘ্রই পর্যটকদের জন্য তা নামবে বলে খবর।

কিন্তু পাহাড়ে এত দূষণ কেন? পরিবেশবিদরা জানাচ্ছেন, আসলে শহরেও যেমন গাছপালা কাটা হচ্ছে, পাহাড়েও তেমনটাই। তাছাড়া এখানে পাথরভাঙা ধুলো প্রচুর। যা থেকে ছড়ায় ভয়ঙ্কর দূষণ। প্রচুর টুরিস্ট গাড়ি চলে। যা থেকে দূষণের মাত্রা বাড়ে। সঙ্গে শিলিগুড়ি থেকে কার্শিয়াং পর্যন্ত জলস্তর কিছুটা নিচে। যে কারণে গরমকালে তাপমাত্রা বাড়ায় সমস্যা আরও বেড়ে যায়। রেলমন্ত্রকের কর্তারা অবশ্য বলছেন, সবকিছুরই তো আধুনিকীকরণ হয়। হেরিটেজ তকমা বজায় রেখে তাই টয়ট্রেনেরও হচ্ছে। তবে টয়ট্রেনের পুরনো মডেল পুরোপুরি উঠে যাবে তেমনটা ভাবার কারণ নেই। নতুন এসি রেক আসছে পর্যটকদের জন্য। তিনধরিয়া কারশেডে তৈরি করা হচ্ছে ১৬টি এসি কোচ। দার্জিলিং-হিমালয়ান রেলওয়ের তরফে তা বানানো হচ্ছে। রেলসূত্রে খবর, শুধু টয়ট্রেনে চড়ার মজা নিতেই বহু বিদেশি পর্যটক দার্জিলংয়ে আসেন। কিন্তু তাঁরা গরমকালে এখনকার টয়ট্রেনে চড়ে অস্বস্তি বোধ করেন। বহুবার সেকথা রেলকে জানিয়েওছেন তাঁরা। তাই তাঁদের কথা ভেবেই নতুন এই সিদ্ধান্ত।

পরিবেশবিদ সুজীব কর বলেন, “শিলিগুড়ি থেকে কার্শিয়াং পর্যন্ত ধুলো থেকে প্রচণ্ড দূষণ ছড়ায়। তাতে বিদেশি পর্যটকদের সমস্যা হতে পারে। বিশেষত গরমকালে সমস্যা বাড়ে। তবে কার্শিয়াং থেকে দার্জিলিং পর্যন্ত কোনও সমস্যা হওয়ার কথা নয়। তবু রেল যখন চিন্তাভাবনা করেছে টয়ট্রেনকে এসি করার। নিশ্চয়ই কিছু ভেবে করেছে।” নর্থ-ইস্ট ফ্রন্টিয়ার রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক পি জে শর্মা বলেন, “দু’টি এসি কোচ নিয়ে টয়ট্রেনের ট্রায়াল রান হয়েছে একদিন। টয়ট্রেনের জন্য আরও এসি কোচ তৈরি হচ্ছে। আগামিদিনে এসি টয়ট্রেন নামবে। সবকিছুরই তো আধুনিকীকরণ হয়। এখানকার টয়ট্রেনেরও হচ্ছে।”

[পোড়া ঘরে বাজল বিয়ের সানাই, ছাইয়ের স্তূপে দাঁড়িয়ে হাসিমুখ নবদম্পতিদের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement