Advertisement
Advertisement
Damodar

জল ছাড়েনি ডিভিসি! ছটে দামোদরের একাংশ কোথাও কাদা, কোথাও ধু ধূ বালি

তৃণমূলের অভিযোগ উড়িয়ে দিচ্ছে বিজেপি।

Damodar partly turns dry amid Chhath

এই পরিস্থিতির জন্য ডিভিসিকেই দায়ী করছে তৃণমূল। নিজস্ব চিত্র।

Published by: Biswadip Dey
  • Posted:November 7, 2024 7:00 pm
  • Updated:November 8, 2024 12:10 am

শেখর চন্দ্র, আসানসোল: ছটঘাটে পর্যাপ্ত জল নেই। কোথাও কাদা, কোথাও বালি। চিঠি দেওয়ার পরও ডিভিসি জল না ছাড়ায় সমস্যায় পড়ছেন ছট ব্রতীরা। এমনটাই অভিযোগ আসানসোল তৃণমূল নেতৃত্বের। পাশাপাশি অভিযোগ স্থানীয় বিজেপি জনপ্রতিনিধিদের দিকেও। তাঁরা এব্যাপারে উদ্যোগ না নেওয়ায় সমস্যা বড় আকার ধারণ করেছে, এমনটাই অভিযোগ। তৃণমূল নেতা তথা আসানসোল পুরনিগমের মেয়র পারিষদ গুরুদাস চট্টোপাধ্যায়ের এমন বক্তব্যের পালটা জবাব দিয়েছেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল।

প্রসঙ্গত, প্রতি বছরের মতো এবছরও আসানসোলের বার্নপুরে ধুমধাম করে ছট পুজো পালিত হচ্ছে। এই অবস্থায় গুরুদাস অভিযোগ জানিয়েছেন, জল না ছাড়ার কারণে বার্নপুরের দামোদর নদের ছটঘাটের ছট ব্রতীরা অসুবিধায় পড়েছেন। কারণ দামোদর নদে এই বছর ঠিকমতো জলস্তর নেই। এদিন এলাকায় গিয়ে দেখা গেল দামোদরের অনেক জায়গায় কাদা জমে রয়েছে। আবার কোনও জায়গায় দামোদরে বালি দেখা যাচ্ছে।

Advertisement

সামডি মিলন সংঘ দামোদরের ভূতাবুড়ি ছটঘাট সমিতির সম্পাদক অরুণ বাউরি বলছেন, গত বছরের তুলনায় এবছরও দামোদর নদে জল অনেকটা কমে গিয়েছে। যদিও ডিভিসি কর্তৃপক্ষের তরফে চিফ ইঞ্জিনিয়ার অঞ্জনি কুমার দূবের দাবি ছট পুজো উপলক্ষে পর্যাপ্ত জল ছাড়া হয়েছে। ডিভিসির আধিকারিক ফোনে জানিয়েছেন, গত ৪, ৫ ও ৬ নভেম্বর ডিভিসির জলাধার থেকে জল ছাড়া হয়েছে। এই তিনদিন ৭৫০ কিউসেক হারে জল ছাড়া হয়েছে। এর পাশাপাশি তিনি এও বলেন, ডিভিসির টিম নদী পরিদর্শন করেছে। তারা দেখেছে নদীতে পর্যাপ্ত জল রয়েছে। কিন্তু নদীতে পলি থাকার কারণে সেই জল কিনারে পর্যন্ত পৌঁছয়নি কিছু কিছু জায়গায়। প্রসঙ্গত, দামোদর নদের কালাঝরিয়া, ভূতাবুড়ি এবং পাম্পহাউস ঘাট এলাকাগুলি পড়ছে আসানসোল দক্ষিণ এলাকায়।

এদিকে আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের দাবি, উন্নয়নমূলক কোনও কর্মসূচিতে পৌরনিগম স্থানীয় বিজেপি বিধায়কদের সঙ্গে আলোচনা করে না। সরকারি অনুষ্ঠানে বিজেপি জনপ্রতিনিধিরা ডাক পান না। তিনি বলেন, ”ডিভিসি পর্যাপ্ত জল ছেড়েছে। ছটের দুদিন ডিভিসি থেকে জল ছাড়া হবে না। কারণ এই সময় জল ছাড়লে হাজার হাজার মানুষ নদীতে থাকবেন, দুর্ঘটনা ঘটতে পারে। ডিভিসি কর্তৃপক্ষ তো জানিয়েছে পর্যাপ্ত জল নদীতে রয়েছে কিন্তু তীরে পৌঁছাচ্ছে না। কারণ অনেক পলি জমে আছে। সেই পলি সংস্কার করার দায়িত্ব পৌরনিগমের। সেসব না করে সব কিছুতে তারা কেন্দ্র ও ডিভিসির ওপর দায় চাপিয়ে দেয়। এক্ষেত্রেও তাই করছে।”

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement