স্টাফ রিপোর্টার: কলকাতা-কোচবিহার ছোট এবং মাঝারি বিমান পরিষেবা পুজোর আগেই শুরু করতে চাইছে রাজ্য৷ বৃহস্পতিবার এ বিষয়ে একটি বৈঠক হয়৷ সেখানে কলকাতা-কোচবিহার বিমান পরিষেবা দ্রূত চালুর বিষয়ে আলোচনা হয়৷ পর্যটকদের কথা মাথায় রেখেই পুজোর আগে এই পরিষেবা চালু করার পরিকল্পনা রয়েছে বলে জানানো হয়েছে৷
বৈঠকে ছিলেন রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী, পর্যটনমন্ত্রী গৌতম দেব, উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ এবং সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়৷ বৈঠক শেষে বেরিয়ে পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “পর্যটনমন্ত্রী, উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী, সেচমন্ত্রী এবং এয়ারপোর্ট অথরিটির কর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে৷ চেষ্টা চালানো হচ্ছে, দ্রূত কলকাতা-কোচবিহার উড়ান পরিষেবা চালু করার৷”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.