Advertisement
Advertisement

গৌড় এক্সপ্রেসের এসি কামরায় লুট, বাধা দিতে গিয়ে আক্রান্ত একাধিক যাত্রী

প্রশ্নের মুখে যাত্রী নিরাপত্তা।

Dacoity on Gour Express between Burdwan and Bolpur
Published by: Sulaya Singha
  • Posted:June 29, 2019 11:06 am
  • Updated:June 29, 2019 11:29 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিন কয়েক আগেই গৌড় এক্সপ্রেসে শ্লীলতাহানির শিকার হয়েছিলেন এক তরুণী। এবার সেই ট্রেনের এসি কামরায় লুটপাট চালাল দুষ্কৃতীরা। বাধা দিতে গিয়ে আক্রান্ত হয়েছেন বেশ কয়েকজন মহিলা যাত্রী। ফলে ফের একবার যাত্রী নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন।

[আরও পড়ুন: ভুয়ো পরিচয়ে পরকীয়া, যুবককে জুতোর মালা পরিয়ে ঝাঁটাপেটা মহিলার]

বর্ধমান-বোলপুরের মধ্যে একটি স্টেশনে আচমকাই দুটি এসি কামরায় উঠে পড়ে কয়েকজন দুষ্কৃতী। অভিযোগ, যাত্রীদের হুমকি দিয়ে তাঁদের থেকে টাকা, গয়না এবং মোবাইল ছিনিয়ে নেওয়া হয়। পাওয়া যাচ্ছে না কয়েকজনের ল্যাপটপও। তাদের বাধা দিতে যাওয়ায় পালটা আক্রমণ করে দুষ্কৃতীরা। তাতে গুরুতর আহত হয় মহিলা-সহ বেশ কয়েকজন যাত্রী। শনিবার সকালে ট্রেন মাহদহে পৌঁছলে রামপুরহাট ও মালদহ জিআরপিতে অভিযোগ জানানো হয়। এরপরই ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। এক মহিলা যাত্রী জানাচ্ছেন, হাজার চিৎকার করেও মেলেনি সাহায্য। অথচ সেখানে উপস্থিত ছিল পুলিশ ও নিরাপত্তারক্ষীরা। কিন্তু সব দেখেও কেউ এগিয়ে আসেননি। তাঁর প্রশ্ন, এসি কামরাতেও যদি যাত্রীদের এমন হেনস্তার শিকার হতে হয়, তাহলে কোথায় নিরাপদে যাতায়াত করতে পারবে তারা? স্বাভাবিকভাবেই আরও একবার এই ঘটনা ট্রেনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। ট্রেনে ছিলেন মালদহ উত্তরের সাংসদও। তিনিও নিরাপত্তার কঙ্কালসার চেহারায় ক্ষুব্ধ। ঘটনার তদন্তে নেমেছে মালদহ স্টেশনের জিআরপি। ঘটনায় যদিও এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।

Advertisement

উল্লেখ্য, সপ্তাহখানেক আগেই কয়েকজন মদ্যপ যুবক এক তরুণীর শ্লীলতাহানি করে বলে অভিযোগ। মালদহে পৌঁছে জিআরপিতে অভিযোগ দায়ের করেন তিনি। যাত্রীদের তৎপরতায় একজনকে গ্রেপ্তার করা হয়েছিল৷ এবার লুটপাটের ঘটনায় গৌড় এক্সপ্রেসে ছড়াল আতঙ্ক।

[আরও পড়ুন: নজরদারি চালিয়ে রেশনে বেনিয়ম রুখবে স্বনির্ভর গোষ্ঠী, ঘোষণা জেলাশাসকের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement