Advertisement
Advertisement
আগ্নেয়াস্ত্র দেখিয়ে ডাকাতি

মহিলাদের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ডাকাতি, লুট ২২ ভরি গয়না

কালনা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে

Dacoity in kalna by pointing gun to women of the house
Published by: Paramita Paul
  • Posted:December 11, 2019 9:06 pm
  • Updated:December 11, 2019 9:07 pm  

রিন্টু ব্রহ্ম, কালনা: বাড়ির দরজা ভেঙে ভিতরে ঢোকে। আগ্নেয়াস্ত্র দেখিয়ে মোবাইল ফোন কেড়ে নেয়। তারপর মহিলাদের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে আলমারি খুলিয়ে নগদ ও প্রচুর পরিমাণ সোনার গয়না নিয়ে চম্পট দিয়েছে একদল দুষ্কৃতী। মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কালনার বাঘনাপাড়ায় এক স্কুল শিক্ষকের বাড়িতে। দুষ্কৃতীদের বাধা দিতে গিয়ে বন্দুকের বাঁটের আঘাতে জখম হয়েছেন ওই শিক্ষক। ঘটনার বিষয়ে প্রাথমিক স্কুলের শিক্ষক আলমিন শেখ বুধবার কালনা থানায় অভিযোগ দায়ের করেছেন। অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) ধ্রুব দাস বলেন, “ঘটনায় অভিযোগ হয়েছে। দুষ্কৃতীদের খোঁজ শুরু করা হয়েছে।”

আলমিন শেখের অভিযোগ, মঙ্গলবার রাতে তাঁরা শুয়ে পড়েন।আনুমানিক, রাত ১ টা নাগাদ তিন-চারজনের ডাকাতদল তাঁদের বাড়ির গেটের তালা ও ঘরের ছিটকানি ভেঙে ঘরে ঢোকে। শব্দ শুনে তাঁরা সবাই জেগে ওঠেন। আচমকাই তাঁদের সামনে আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি দিতে থাকে দুষ্কৃতীরা। পরিবারের প্রত্যেকের মোবাইল ফোন গুলি কেড়ে নেয়। আলমিন শেখ বাধা দিতে গেলে আগ্নেয়াস্ত্রের বাঁট দিয়ে তাঁর মাথায় সজোরে আঘাত করে দুষ্কৃতীরা। তাঁর মাথা ফেটে রক্ত ঝরতে থাকে।

Advertisement

[আরও পড়ুন : বউদিকে ধর্ষণের অভিযোগ ধৃত দেওর, বসিরহাটে চাঞ্চল্য]

এরপর তাঁদের বাড়ির দু’জন বধূকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে আলমারির চাবি নিয়ে নেয়। আলমারি খুলে তাঁদের সমস্ত নগদ টাকা ও প্রায় ২২ ভরি সোনার গয়না হাতায়। আরও কিছু আছে কিনা খুঁজতে গিয়ে সমগ্র ঘর ওলটপালট করে দেয়। অপারেশন শেষ করে প্রায় রাত ২ টো ৪৫ নাগাদ দুষ্কৃতীদল চম্পট দেয়।

[আরও পড়ুন : দিঘায় শুরু বাণিজ‌্য সম্মেলন, ক্ষুদ্রশিল্প-কর্মসংস্থানে নজর মুখ্যমন্ত্রীর]

আলমিনের অভিযোগ, “যাওয়ার সময় ওরা হুমকি দেয়, পুলিশের কাছে মুখ খুললে পরে এসে সবাইকে মেরে দিয়ে যাবে। ঘটনায় আমরা খুবই আতঙ্কিত আছি।” পালানোর সময় দুষ্কৃতীরা তাঁদের মোবাইলগুলি বাড়িতেই ফেলে দিয়ে যায়। পরে তাঁরা কালনা থানায় খবর দেন। খবর ছড়াতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

[আরও পড়ুন : ‘মুসলিমরা এদেশে সুরক্ষিত থাকবেন’, রাজ্যসভায় আশ্বাস দিলেন অমিত শাহ]

প্রসঙ্গত, কয়েক মাস আগেই কালনার পূর্ব সাতগাছিয়া এলাকায় একটি ডাকাতির চেষ্টা হয়েছিল। এর আগেও কালনার সিঙ্গারকোণে একটি ব্যাঙ্ক ডাকাতির ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় গ্রেপ্তারও হয়েছে কয়েকজন। তারপরেই ফের এমন দুঃসাহসিক ঘটনা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।   

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement