Advertisement
Advertisement

Breaking News

Asansol

গুলি চালিয়ে গাড়ি লুট, আসানসোল শুটআউটেও রানিগঞ্জের ডাকাতদলের যোগ?

কমপক্ষে ২ রাউন্ড গুলি চলে বলেই দাবি প্রত্যক্ষদর্শীদের।

Dacoits of Raniganj allegedly looted car in Asansol
Published by: Sayani Sen
  • Posted:June 9, 2024 3:47 pm
  • Updated:June 9, 2024 3:47 pm  

শেখর চন্দ্র, আসানসোল: রানিগঞ্জের পর আসানসোলে শুটআউট। গুলি চালিয়ে গাড়ি ছিনতাই করে পালাল চার দুষ্কৃতী। এই ঘটনায় গাড়ির মালিক-সহ এক ব্যক্তি জখম হয়েছেন। তাঁদের রানিগঞ্জ গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, স্বর্ণ বিপণীতে ডাকাতদলের সদস্যরাই গুলি চালিয়েছে আসানসোলে।

আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত মহিশিলা চক্রবর্তী মোড়ে এক দম্পতি গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। অভিযোগ, সেই সময় তিনজন বাইকে করে আসে। সঙ্গে থাকা আহত ব্যক্তিকে গাড়ি তোলার অনুরোধ করেন। তবে ওই দম্পতি তাতে রাজি হননি। অভিযোগ, এর পর তিন দুষ্কৃতী গুলি চালাতে শুরু করে। কমপক্ষে ২ রাউন্ড গুলি চলে বলেই দাবি প্রত্যক্ষদর্শীদের। এই ঘটনায় গাড়িমালিক-সহ দুজন জখম হন। চিৎকার চেঁচামেচি শুরু হয়। সেই সুযোগে চারচাকা গাড়িটি ছিনতাই করে এলাকা ছাড়ে দুষ্কৃতীরা। শুটআউটে জখমদের উদ্ধার করে রানিগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: খাস কলকাতায় কেরামতি দস্যু দলের! ফিল্মি কায়দায় ফাঁদে পড়ে সর্বস্ব খোয়ালেন বিহারের ব্যবসায়ী]

এদিন দুপুরে রানিগঞ্জের একটি বিখ্যাত স্বর্ণবিপণিতে ডাকাতির ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সাতজন দুষ্কৃতী ছিল, সকলেই গুলি চালাতে চালাতে পালিয়ে গিয়েছে। তাদের হাতে ছিল একটি ব্যাগ। পালটা গুলি চালায় পুলিশও। তাতে দুষ্কৃতী দলের একজন জখম হয়েছেন বলেই খবর। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, রানিগঞ্জের ডাকাতদলই সম্ভবত আসানসোলে শুটআউটে যুক্ত। তারা ডাকাতি করে গা ঢাকা দিয়ে আসানসোলের গ্রামীণ এলাকায় পৌঁছে যায়। গাড়ি ছিনতাই করে ভিনরাজ্যে পালিয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে বলেই মনে করছেন তদন্তকারীরা।

[আরও পড়ুন: মোদির শপথে উপস্থিত থাকছেন খাড়গে, আমন্ত্রণ প্রত্যাখ্যান তৃণমূলের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement