Advertisement
Advertisement

মেলায় গ্যাস বেলুনের সিলিন্ডার বিস্ফোরণে ঝলসে গেলেন বৃদ্ধ

তীব্র ধোঁয়া আর শব্দে জঙ্গি হামলার আতঙ্ক।

Cylinder blast in Bongaon
Published by: Monishankar Choudhury
  • Posted:January 2, 2019 7:48 pm
  • Updated:January 2, 2019 7:55 pm

নিজস্ব সংবাদদাতা, বনগাঁ: মেলায় গ্যাস সিলিন্ডার ফেটে তীব্র শব্দ, ধোঁয়া। জঙ্গি হামলার আতঙ্কে পালাতে গিয়ে হুড়োহুড়িতে জখম বেশ কয়েকজন। বনগাঁর সাতভাই কালীতলা এলাকার মেলায় বিস্ফোরণে মুখ ঝলসে গেল এক বৃদ্ধের। ছিটকে পড়লেন কয়েক হাত দূরে। পুলিশের প্রাথমিক অনুমান, বেলুনে ভরার জন্য হাইড্রোজেন গ্যাসের সিলিন্ডার ফেটে এই বিপত্তি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকাল থেকে কালীতলার মেলায় ভ্যানে হাইড্রোজেন ভর্তি সিলিন্ডার নিয়ে গ্যাস বেলুন বিক্রি করছিলেন ভজহরি রায় নামে স্থানীয় এক বৃদ্ধ। দিনভর নিরাপদেই বেলুন বিক্রি হলেও, রাতের দিকে বেলুনে গ্যাস ভরার সময়ে আচমকা ফেটে যায় হাইড্রোজেন ভর্তি সিলিন্ডারটি। বিস্ফোরণের তীব্রতায় পাশের দোকানের শাটার ফুটো হয়ে যায়, পাশের মন্দিরের সিমেন্টের চাঁই ভেঙে পড়ে। স্থানীয় বাসিন্দা মাধুরী হালদারের কথায়, ‘ঘরে বসে বিকট শব্দ পাই। দুষ্কৃতী হামলা হয়েছে ভেবে আতঙ্কিত হয়ে পড়ি। এতবড় মেলায় কোনও সন্ত্রাসবাদী  ঢুকে নাশকতা ঘটাতেই পারে।’ ধোঁয়া ছড়িয়ে পড়ায় মেলাজুড়ে শুরু হয় দৌড়াদৌড়ি। জঙ্গি হামলা ভেবে সকলে প্রাণ বাঁচানোর জন্য পালিয়ে যেতে চাইলে জখম হন বেশ কয়েকজন। এরই মধ্যে বেলুন বিক্রেতা ভজহরি রায়কে উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যান স্থানীয় বাসিন্দারাই। তাঁর মুখ ঝলসে গিয়েছে। বনগাঁ থেকে তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। ঘটনায় তীব্র আতঙ্কিত স্থানীয় মানুষজন।

Advertisement

                                             জলসা দেখে ফেরার পথে দুর্ঘটনা, মৃত্যু ৩ ভাইয়ের

মেলা ঘিরে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা ছিল না বলে অভিযোগ তুলেছেন অনেকের। তাঁদের অভিযোগ, মেলা কমিটিকে টাকা দিলেই দোকান করার অনুমতি মিলছে৷ নিরাপত্তা নিয়ে মাথাব্যথা নেই কমিটির। বনগাঁ মহকুমার এসডিপিও অনিল রায় জানিয়েছেন, শীতের মরসুমে ওই অঞ্চলে বেশ কিছু মেলা হয়। তার জন্য বাড়তি নজর থাকে। তবে এই দুর্ঘটনার পর থেকে নজরদারি আরও বাড়ানো হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement