Advertisement
Advertisement

সাতসকালে সিলিন্ডার বিস্ফোরণের জেরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল বাড়ির একাংশ

দমকলের বিরুদ্ধে দেরিতে কাজে নামার অভিযোগে সরব স্থানীয় বাসিন্দারা।

Cylinder blast at a house in Durgapur, part of the house demolished
Published by: Sucheta Sengupta
  • Posted:February 11, 2020 11:08 am
  • Updated:February 11, 2020 11:10 am  

সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: সাতসকালে দুর্গাপুরের ধান্ডাবাগের একটি বাড়িতে ভয়াবহ সিলিন্ডার বিস্ফোরণ। ভস্মীভূত হয়ে গেল বাড়ির একাংশ। তবে এড়ানো গিয়েছে প্রাণহানি। ঘটনার খবর পেয়েও দেরি করে ঘটনাস্থলে পৌঁছনোর অভিযোগ দমকলের বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুবল পাল নামে এক ব্যক্তির বাড়িতে সকালে আচমকাই আগুন লেগে যায়। সুবল পেশায় খাবার বিক্রেতা। বেনাচিতি বাজারে তেলেভাজা বিক্রি করেন। প্রতিদিন সকালে বাড়িতে সেই খাবার তৈরির প্রস্তুতি নেন। রোজকার মতো আজও সকালে রান্নাঘরে খাবার তৈরির কাজ চলছিল। সুবলবাবু জানান, তিনি বাথরুম থেকে বেরিয়ে দেখেন রান্নাঘরটি দাউদাউ করে আগুন জ্বলছে। তিনি পরিস্থিতির আকস্মিকতায় চমকে ওঠেন। ইতিকর্তব্য ভুলে কিছুটা বিভ্রান্তও হয়ে পড়েন। তখন এলাকাবাসীই উদ্যোগ নিয়ে দমকল বিভাগে খবর দেন।

Advertisement

[আরও পড়ুন: কলেজ ক্যাম্পাসে মদ্যপানের অভিযোগ, সত্যতা স্বীকার করলেন প্রিন্সিপাল]

কিন্তু তাঁদের অভিযোগ, খবর পাওয়ার প্রায় ঘন্টা খানেক পর ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। পুড়ে গিয়েছে বাড়ির একটি অংশ। দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছলে এলাকাবাসীর ক্ষোভের মুখে পড়তে হয় তাঁদের। অভিযোগ, দমকল কর্মীরা সময়মতো এলে আগুন তাড়াতাড়ি নিয়ন্ত্রণে আসত, এড়ানো যেত ক্ষয়ক্ষতিও। যদিও দেরিতে আসার বিষয়টি অস্বীকার করেন দমকল কর্মীরা। এরপর প্রায় ঘন্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা।

[আরও পড়ুন: অধিবেশনের কারণে পারছেন না মুখ্যমন্ত্রী, খেজুরি সৎসঙ্গ উৎসবে যোগ দেবেন শুভেন্দু]

সুবলবাবু জানান, আগুনে পুড়ে গেছে একটি বাইক ও সাইকেল। সঙ্গে দশ হাজার টাকা, বহু গুরুত্বপূর্ণ নথিপত্রও ভস্মীভূত। সব মিলিয়ে প্রায় লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি। দমকল বিভাগ সূত্রে জানা গেছে, তাদের প্রাথমিক অনুমান, গ্যাস ওভেনের পাইপ লিক করে তাতে আগুন লাগে। সেই আগুন ঘরের মধ্যে একটি সোফা থেকে ছড়িয়ে পড়ে। তারপর তা বাইকের পেট্রলের সংস্পর্শে এসে ভয়াবহ আকার নেয়। বিস্ফোরণে আগুনের তীব্রতা এতটাই ছিল যে সুবলবাবুর ঘরের ছাদ উড়ে যায় তাতে। এই দুর্ঘটনার জেরে অসহায় হয়ে পড়েছেন তিনি। ফের কবে সব গুছিয়ে ব্যবসা শুরু করতে পারবেন, তা নিয়ে চিন্তিত সুবলবাবু।

DGP-blast1

ছবি: উদয়ন গুহরায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement