Advertisement
Advertisement

Breaking News

‘তিতলি’-র শক্তিক্ষয়, শরৎ নীলিমায় পঞ্চমীতে রোদের ঝিলিক

সুখবর শোনাল আবহাওয়া দপ্তর৷

Cyclone Titli weakens sparring Kolkata downpour during Pujas
Published by: Sayani Sen
  • Posted:October 14, 2018 11:32 am
  • Updated:October 14, 2018 4:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজোর মুখে সুখবর৷ ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত রাজ্যে বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানাল আবহাওয়া দপ্তর৷ দু-তিনদিন বৃষ্টির পর পঞ্চমী থেকেই আবহাওয়ার উন্নতি হয়েছে ৷ রবিবার সকাল থেকেই কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে দেখা গেল রোদের ঝিলিক৷ আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, শক্তি হারিয়েছে ঘূর্ণিঝড় ‘তিতলি’৷ আপাতত তার গন্তব্য বাংলাদেশ৷ পুজোয় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেও জানিয়েছে হাওয়া অফিস৷

[আলো আর সুরের মূর্ছনায় অন্য চেহারা নেবে দক্ষিণেশ্বর]

বৃহস্পতিবার ওড়িশার গোপালপুরে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় ‘তিতলি’৷ প্রজাপতির ডানার ঝাপটায় লন্ডভন্ড হয়ে যায় ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের বিস্তীর্ণ এলাকা৷ বিচ্ছিন্ন হয়ে যায় সড়ক যোগাযোগ৷ ব্যাহত হয় রেল পরিষেবাও৷ শ্রীকাকুলামে প্রাণ হারান অন্তত ১২ জন৷ জখমও হন অনেকেই৷ অন্ধ্রপ্রদেশেরও পরিস্থিতি একইরকম৷ ঝড়ের প্রভাবে ঘরছাড়া হতে হয় অনেককেই৷ ‘তিতলি’-র প্রভাব পড়ে বাংলায়৷ ঝোড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হয় ঝাড়গ্রামেও৷ ভেঙে পড়ে বেশ কয়েকটি কাঁচা বাড়ি৷ কারখানার দেওয়াল ধসে খড়গপুরে প্রাণ হারান এক শ্রমিক৷ বৃষ্টিতে ভেজে হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর-সহ রাজ্যের বেশ কয়েকটি জেলা৷ প্রবল জলোচ্ছ্বাস শুরু হয় বঙ্গোপসাগরেও৷ শনিবার পর্যন্ত আবহওয়ার এই পরিস্থিতি দেখে পুজোর আনন্দে গা ভাসানো বাঙালির চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল ‘তিতলি’৷ পুজোর আনন্দ আদতে মাটি হবে কী না, সেই প্রশ্নই ঘুরছিল মুখে মুখে৷

Advertisement

[চতুর্থীতেও ভোগাবে ‘তিতলি’, বৃষ্টির আশঙ্কা দক্ষিণবঙ্গে]

কিন্তু রবিবার সকাল থেকে আবহাওয়ার পরিবর্তন৷ শরৎ আকাশে উঁকি দিচ্ছে হালকা রোদের ঝিলিক৷ যদিও উত্তরের বেশ কয়েকটি জেলায় এখনও হালকা বৃষ্টি চলছে৷ হাওয়া অফিসের পূর্বাভাস,  আপাতত শক্তি হারিয়েছে তিতলি৷ বাংলাদেশের দিকে অভিমুখ ঘূর্ণিঝড়ের৷ তার জেরে ষষ্ঠী থেকে এক্কেবারে নীল আকাশ ও রোদের দেখা মিলবে৷ পুজোতেও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন আবহবিদরা৷ পুজোর মুখে আবহাওয়া দপ্তরের অভয়বাণীতে খুশি আমজনতা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement