Advertisement
Advertisement

ঘূর্ণিঝড় ‘দয়া’র প্রভাব বাংলাতেও, উত্তাল দিঘা

মনমরা পর্যটকরা৷

Cyclone Daye hits Odisa, Likely to impact Bengal
Published by: Sayani Sen
  • Posted:September 21, 2018 3:47 pm
  • Updated:September 21, 2018 3:47 pm  

রঞ্জন মহাপাত্র, কাঁথি: গোটা সপ্তাহ হাজারও কাজের ব্যস্ততায় হাঁসফাস অবস্থা থাকে সকলেরই৷ ইটকাঠ, কংক্রিটের জঞ্জাল থেকে মুক্তি পেতেই অনেকেই সপ্তাহান্তে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করেন৷ তার উপর আবার চলতি সপ্তাহে ছুটি পড়েছে পরপর তিনদিন৷ শুক্রবার মহরম৷ শনি ও রবিবার দু’দিন ছুটি৷ সমুদ্রের নীল জলরাশিতে গা ভাসাতে টানা তিনদিনের ছুটিতে বহু মানুষই ভিড় জমিয়েছেন দিঘাতে৷ কিন্তু ছুটির মাঝেই আবহাওয়া দপ্তরের চোখরাঙানিতে মন খারাপ দিঘামুখী পর্যটকদের৷

[নিম্নচাপের জেরে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে, ওড়িশায় আছড়ে পড়বে ঘূর্ণিঝড়]

ফের বঙ্গোপসাগরে নিম্নচাপের হানা৷ তার জেরে ইতিমধ্যেই গাঙ্গেয় বঙ্গোপসাগরে শুরু হয়েছে বৃষ্টি৷ দু’দিন ধরেই বৃষ্টিতে ভিজছে তিলোত্তমাও৷ ঘূর্ণিঝড় ‘দয়া’ আছড়ে পড়েছে ওড়িশার গোপালপুরে৷ তার প্রভাব পড়তে পারে বাংলাতেও৷ হাওয়া অফিস সূত্রে খবর, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরের ওপর তৈরি হয়েছে নিম্নচাপ৷ বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই তা ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। পশ্চিমবঙ্গ এবং ওড়িশার উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় ৬০-৭০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে। যা নিয়ে সতর্ক রয়েছে রাজ্য। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দপ্তরের তরফে জানান হয়েছে, নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল থাকবে। ফলে পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে মৎস্যজীবীদের শুক্রবার বিকেল পর্যন্ত সমুদ্রে না যেতে পরামর্শ দেওয়া হয়েছে। এদিন বিকেল পর্যন্ত দিঘা ও অন্য উপকূলগুলিতে পর্যটকদের সমুদ্রে না নামতে পরামর্শ দেওয়া হয়েছে।

Advertisement

[কারখানায় আগুনেই টনক নড়ল, গাংনাপুরে নিষিদ্ধ বাজি পাচারের সময় ধৃত ২]

সপ্তাহান্তের ছুটিতে সমুদ্র চুটিয়ে উপভোগ করবেন বলেই আশা করেছিলেন পর্যটকরা৷ এই পরিকল্পনা নিয়ে যাঁরা বৃহস্পতিবার দিঘায় পৌঁছেছেন, তাঁরা কিছুটা হলেও সমুদ্র উপভোগ করেছেন ঠিকই৷ কিন্তু যাঁরা শুক্রবার সকালে দিঘা গিয়েছেন, হাওয়া অফিসের সতর্কতায় হতাশ তাঁরা৷ ছুটি মাটি হল বলেই মনে করছেন অনেকেই৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement