ছবি: প্রতীকী।
চন্দ্রশেখর চট্টোপাধ্যায়, আসানসোল: এতদিন এটিএমের তথ্য জেনে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নিত হ্যাকাররা। এবার গ্রাহকের মোবাইলে ‘টিম ভিউয়ার’ নামে একটি অ্যাপ ডাউনলোড করিয়ে ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৩ লক্ষ ২৯ হাজার টাকা লুঠের ঘটনা ঘটল। প্রতারণার শিকার হলেন পাণ্ডবেশ্বরের ডালুরবাঁধের বাসিন্দা চন্দন গণ। মঙ্গলবারই তিনি আসানসোল–দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সাইবার সেলে অভিযোগ দায়ের করেন।
জানা গিয়েছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অ্যাকাউন্ট আছে চন্দনবাবুর। ওই অ্যাকাউন্টেই ছিল প্রায় সাড়ে ৩ লক্ষ টাকা। এদিন পুলিশকে তিনি জানান, সোমবার রাত ১০ টা নাগাদ তাঁর একটি ফোন আসে। বলা হয়, ‘জিও’ কোম্পানি থেকে ফোনটি করা হয়েছে। কেওয়াইসি ঠিকঠাক জমা করা নেই। তাই একটি অ্যাপ ডাউনলোড করে তা ওই সংক্রান্ত নথি আপলোড করতে বলা হয়। বলা হয়, তাতেই সমস্যা মিটে যাবে।
চন্দনবাবু বলেন, ‘‘আমাকে ‘টিমভিউয়ার কুইক’ নামে একটি অ্যাপ ডাউনলোড করানো হয়। তারপরই সেটির পাসওয়ার্ড ও ওটিপি জানতে চাইলে আমি জানিয়ে দিই। তারপর রাতভর সেই টাকা তুলে নেওয়া হয়।’’ এর সঙ্গেই তিনি যোগ করেন, ‘‘আমি বেকার। বাবার টাকা আমার অ্যাকাউন্টে জমা ছিল। আমার ভুলেই সমস্ত টাকা অন্যের হাতে চলে গেল।’’
এই প্রসঙ্গে আসানসোল–দুর্গাপুর পুলিশের ডিডি সাইবার এসিপি সৌমজিত ভট্টাচার্য্য জানান, অভিযোগ নেওয়া হয়েছে। তদন্ত শুরু হয়েছে। তিনি বলেন, ‘‘ওই গ্রাহকের ফোনে ই–ওয়ালেট ডাউনলোড করা রয়েছে। সাইবার অপরাধীরা একটি বিশেষ অ্যাপ লোড করিয়ে ফোনটির সমস্ত তথ্য কবজা করে নেয়। দু’বার ৪০ হাজার, দু’বার ১ লাখ টাকা ও পরে ২৯ হাজার টাকা অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে।’’ প্রাথমকিভাবে পুলিশের ধারণা এই ঘটনায় জড়িত ‘জামতাড়া গ্যাং’। আপাতত গোটা বিষয়টিই তদন্তাধীন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.