অর্ণব দাস, বারাসত: ভোটের মুখে বোমাবাজি! বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ। ভাঙল বাড়ির কাচ। শনিবার মাঝরাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার আমডাঙায়। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
বারাকপুর লোকসভার অন্তর্গত আমডাঙা এলাকা। সোমবার সেখানে ভোটগ্রহণ। তার আগেই বোমাবাজি ঘিরে উত্তপ্ত হল এলাকা। স্থানীয় সূত্রে খবর, মাঝরাতে আমডাঙ্গার বেড়াবেড়িয়া পঞ্চায়েতের হরপাড়া গ্রামের ১৬৮ নম্বর বুথ এলাকায় বিজেপি নেতা মহম্মদ আবু হেনার বাড়ি লক্ষ্য করে ৪-৫টি বোমা ছোড়া হয়। যার জেরে বাড়ির কাচ ভেঙে পড়ে। বাড়ির মালিক আবু হেনার অভিযোগ, সিপিএম ছেড়ে এখন বিজেপি করেন তিনি। এলাকার মানুষ এটা মেনে নিতে পারছেন না। এলাকার বিজেপি ভোটারদের ভয় দেখাতে তাঁর বাড়িকে টার্গেট করেছে তৃণমূলআশ্রিত দুষ্কৃতীরা।
যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। স্থানীয় নেতৃত্বের দাবি, এখানে বোমাবাজির সংস্কৃতি ছিল না। এটা বিজেপি সংস্কৃতি। ভোটের আগের দিন তাঁরা এলাকায় বোমা মেরে খবরে আসতে চাইছে। এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই। তদন্তে নেমেছে পুলিশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.