Advertisement
Advertisement

Breaking News

ভাটপাড়া

ভোটগণনার আগের দিনও উত্তপ্ত ভাটপাড়া, বোমা বিস্ফোরণে মৃত এক

আগাম জামিনের আবেদন করে সুপ্রিম কোর্টে অর্জুন সিং৷

Crude bomb blast leaves one dead in Bhatpara, 5 arrested
Published by: Tanujit Das
  • Posted:May 22, 2019 11:48 am
  • Updated:May 22, 2019 12:14 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোটগণনার ঠিক একদিন আগে আবারও উত্তপ্ত ভাটপাড়া৷ বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ মৃত এক ব্যক্তি৷ গুরুতর জখম আরও দুই৷ বোমা তৈরির সমঞ্জাম-সহ ৫ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ এলাকার প্রতিটি গলিতে বসেছে পুলিশ পিকেট৷ এলাকায় জারি রয়েছে ১৪৪ ধারা৷

[ আরও পড়ুন: অনুপ্রেরণা কাকা, মাধ্যমিকে দুর্দান্ত নম্বর পেয়ে বলছে পুলওয়ামার শহিদের ভাইঝি]

Advertisement

জানা গিয়েছে, বুধবার সকালে হঠাৎই প্রবল বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে ভাটপাড়া৷ স্থানীয়দের অভিযোগ, সেখানে বোমা বাঁধার কাজ চলছিল৷ এবং বোমা বাঁধতে গিয়েই ঘটে বিপত্তি৷ এই ঘটনায় মৃত্যু হয়েছে এক ব্যক্তির৷ গুরুতর জখম হয়েছেন আরও দুই৷ খবর পেয়েই ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী৷ আহতদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন তাঁরা৷ ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম-সহ আরও পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ সূত্রের খবর, আগামিকাল ভোটগণনার পর, এলাকায় উত্তেজনা ছড়ানোর উদ্দেশ্যেই বোমা বাঁধছিল ওই ব্যক্তিরা৷ তবে ধৃতরা কোনও রাজনৈতিক দলের হয়ে কাজ করছিল কি না, তা জানা যায়নি৷ এই ঘটনাকে কেন্দ্র করে ভোট গণনার একদিন আগে আবারও উত্তপ্ত ভাটপাড়া এলাকা৷ উপ-নির্বাচনের আগের দিন রাত থেকে সেখানে যে উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে, তা বুধবারও বজায় রয়েছে৷ অন্যদিকে, এদিনই আগাম জামিনের আবেদন করে সুপ্রিম কোর্টে গিয়েছেন বারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং৷ মিথ্যা ও ভুঁয়ো মামলায় তাঁর বিরুদ্ধে এফআইআর করা হয়েছে অভিযোগ করেছেন তিনি৷

[ আরও পড়ুন: ‘্সিংহের গুহায় ঢুকেছিলাম ভুল বোঝাতে’, RSS-এর অনুষ্ঠানে যোগ নিয়ে বললেন প্রণব ]

যদিও এলাকার পরিস্থিতি সামাল দিতে সর্বত ভাবে চেষ্টা চালাচ্ছে প্রশাসন৷ গলিতে গলিতে পিকেটিং শুরু করেছে পুলিশ৷ গোটা বারাকপুর শিল্পাঞ্চলজুড়ে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী৷ কেবল ভাটপাড়াই নয়, ভোট পরবর্তী হিংসা অব্যহত টিটাগড়েও৷ মঙ্গলবার রাতে টিটাগড়ের লকগেট এলাকায় এক বিজেপি সমর্থকের বাড়িতে হামলা চালায় একদল দুষ্কৃতী৷ ভেঙে দেওয়া হয়, তাঁর বাড়ি৷ বিজেপির তরফে অভিযোগ তির ছোঁড়া হয়েছে তৃণমূলের দিকে৷ জানা গিয়েছে, টিটাগড়ের মোহনপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা ওই বিজেপি কর্মী, লোকসভা নির্বাচনে অর্জুন সিংয়ের হয়ে প্রচার করেছিলেন৷ গেরুয়া শিবিরের অভিযোগ, সেই রাগ থেকেই মঙ্গলবার রাতে ১০ থেকে ১৫ জন তৃণমূল আশ্রিত দুষ্কৃতী ওই কর্মীর বাড়িতে আক্রমণ চালায়৷ এই ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement