Advertisement
Advertisement

Breaking News

মাওবাদীদের থেকে দু’কোটি টাকার বাতিল নোট উদ্ধার করল সিআরপিএফ

সম্প্রতি ঝাড়খণ্ডে এক কোটি ১০ লক্ষ, বিহারে ৮০ লক্ষ এবং ছত্তিশগড়ে ১০ লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছে সিআরপিএফ৷

CRPF rescued 2 crore banned note from Maoists
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 17, 2016 9:57 am
  • Updated:November 17, 2016 9:57 am

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: এবার মাওবাদীদের কাছ থেকে দু’কোটি টাকার বাতিল নোট উদ্ধার করল সিআরপিএফ৷ মাওবাদী প্রভাবিত ঝাড়খণ্ড, বিহার এবং ছত্তিশগড়ের বিভিন্ন জেলা থেকে উদ্ধার করা হয়েছে এইসব অচল পাঁচশো এবং হাজার টাকার নোট৷

কেন্দ্রীয় সরকারের নোট বাতিলের সিদ্ধান্তের পরেই মাওবাদীরা তাদের সংগঠনের হাতে থাকা বিপুল সংখ্যার এই নোট বদল করার চেষ্টা শুরু করে৷ ওত পেতে থাকা সিআরপিএফ গত একসপ্তাহের মধ্যেই এই বিপুল সংখ্যার টাকা উদ্ধার করেছে৷ এ রাজ্যের বাংলা-ওড়িশা-ঝাড়খণ্ড সীমান্তে মাওবাদীরা ফের সক্রিয় হওয়ার চেষ্টা চালাচ্ছে৷ তাদের হাতে থাকা বাতিল নোট এখন বদল করতে মরিয়া ওই মাওবাদীরা৷ তবে এই বিষয়ে কড়া নজর রাখা হচ্ছে বলে সিআরপিএফের পক্ষ থেকে জানানো হয়েছে৷ বুধবার শালবনিতে এক সাংবাদিক সম্মেলনে এই কথা বলেন সিআরপিএফের ডিজি কে দুর্গাপ্রসাদ কোড়ে৷

Advertisement

কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রের খবর, এ রাজ্যেও পাঁচশো আর হাজার টাকার নোট বাতিলের জেরে চরম সংকটে পড়েছে এ রাজ্যের মাওবাদীরাও৷ সম্প্রতি ঝাড়খণ্ডে এক কোটি ১০ লক্ষ, বিহারে ৮০ লক্ষ এবং ছত্তিশগড়ে ১০ লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছে সিআরপিএফ৷ মাওবাদীরা ওই অর্থ তাদের বিভিন্ন গোপন ডেরা থেকে বের করে পাচারের সময়েই সোর্স মারফত খবর পেয়ে তল্লাশি চালান কেন্দ্রীয় বাহিনীর গোয়েন্দারা৷ কোথাও গাড়িতে, কোথাও আবার বাইকের মাধ্যমে ওই বিপুল সংখ্যার নোট বদলের জন্য পাচার করছিল মাওবাদীরা৷

সিআরপিএফের পক্ষ থেকে জানানো হয়েছে, এ রাজ্যে এই ধরনের কোনও ঘটনা এখনও ঘটেনি৷ তবে মাওবাদীরা যে এখানেও সক্রিয় হওয়ার চেষ্টা করছে, তা জানানো হয়েছে সিআরপিএফের পক্ষ থেকে৷ মাওবাদীদের এই সক্রিয়তার খবর পেয়েই বাহিনীকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সিআরপিএফ৷ বুধবার শালবনিতে ২০৭ ব্যাটালিয়ন কোবরা বাহিনীর সদর দফতরে প্রশাসনিক ভবনের উদ্বোধন করতে এসেছিলেন সিআরপিএফের ডিজি৷ এদিন সিআরপিএফের পক্ষ থেকে জানানো হয়, পশ্চিমবঙ্গে ঝাড়গ্রাম, লালগড় ও শিলিগুড়িতে এক কোম্পানি করে মহিলা বাহিনী ডিউটি করছে৷ ঝাড়গ্রাম ও লালগড় মাওবাদী প্রভাবিত এলাকা হলেও শিলিগুড়ি তা নয়৷ তাই শিলিগুড়ি এলাকায় আইন-শৃঙ্খলার কাজ করছে এই বাহিনী৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement