Advertisement
Advertisement

Breaking News

CRPF

কর্মরত অবস্থায় মাথায় গুলি, বাংলার জওয়ানের রহস্যমৃত্যু কাশ্মীরে

পরিবারের দাবি, ভূস্বর্গে শহিদ হয়েছেন তাঁদের সন্তান।

CRPF jawan from Birbhum died mysterious death in Kashmir | Sangbad Pratidin

কাশ্মীরে মৃত জওয়ান বিশ্বজিৎ অধিকারী। নিজস্ব চিত্র।

Published by: Paramita Paul
  • Posted:January 14, 2024 11:04 am
  • Updated:January 14, 2024 12:35 pm  

দেব গোস্বামী, বোলপুর: কাশ্মীরে বাংলার জওয়ানের রহস্যমৃত্যু। সিআরপিএফে কর্মরত ছিলেন নানুরের যুবক। কর্মরত অবস্থায় তাঁর মাথায় গুলি লেগে প্রাণ গিয়েছে বলে খবর আসে শনিবার সন্ধেয়। পরিবারের দাবি, ভূস্বর্গে শহিদ হয়েছেন তাঁদের সন্তান। তবে কীভাবে গুলি লাগে, সেই কারণ এখনও স্পষ্ট নয়।

মৃত জওয়ানের নাম বিশ্বজিৎ অধিকারী। বীরভূমের কীর্নাহার থানার আলিগ্রামের বাসিন্দা। পরিবারের বড় ছেলে তাঁর স্ত্রী নবনীতা সরকার। তাঁদের ১০ বছরের এক সন্তান রয়েছে। পরিবার সূত্রে খবর, ২০০৬ সালে সিআরপিএফ-এ চাকরি পেয়েছিলেন বিশ্বজিৎ। বর্তমানে কাশ্মীরে ১১০ নম্বর ব্যাটেলিয়নে কর্মরত ছিলেন। পরিবারের দাবি, মাথায় গুলি লেগে কাশ্মীরে শহিদ হয়েছেন বীরভূমের বিশ্বজিৎ।

Advertisement

[আরও পড়ুন: বাজপেয়ীর বায়োপিক কি লোকসভা ভোটপ্রচারে বিজেপির অস্ত্র? মুখ খুললেন পঙ্কজ ত্রিপাঠী]

জানা গিয়েছে, গতকাল সন্ধে ৬টা নাগাদ পরিবারের কাছে খবর আসে। ফোনে ব্যাটেলিয়ন থেকে জানানো হয়, কর্মরত অবস্থায় বিশ্বজিতের মাথায় গুলি লেগেছে। তবে কেউ গুলি চালিয়েছে নাকি দুর্ঘটনার জেরে গুলিবিদ্ধ হয়েছেন নাকি জঙ্গিদমন অভিযানে তাঁর প্রাণ গিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তবে মৃত্যুর খবর নিশ্চিত করেছে কীর্ণাহার থানার পুলিশ।

[আরও পড়ুন: ৮ বছর ধরে নিখোঁজ বায়ুসেনার বিমান, অবশেষে মিলল সন্ধান!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement