ছবি: উদয়ন গুহ রায়৷
সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: সিআরপিএফ ক্যাম্পে গ্যাস বেলুনের সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হল সিএরপিএফ কর্মীর স্ত্রীর৷ বুধবার রাতের এই দুর্ঘটনার পর সিআরপিএফের আইজি ঘটনাস্থল পরিদর্শন করেন৷ আহত ২৭ জনকে দেখতে হাসপাতালেও যান তিনি৷ এই দুর্ঘটনা নিয়ে একটি থানায় অভিযোগ দায়ের করেছে সিআরপিএফ৷ পুলিশ ওই বেলুন তৈরির সামগ্রী-সহ বিক্রেতাকেও আটক করে জেরা করছে৷
বুধবার বিকালে সিআরপিএফের পঞ্চাশতম ‘রাইজিং ডে’ উপলক্ষে অনুষ্ঠান চলছিল দুর্গাপুরের নিউটাউনশিপ থানা এলাকার ক্যাম্পে৷ অনুষ্ঠানের অঙ্গ হিসাবে মেলারও আয়োজন করা হয়৷ সেই সময় হিলিয়াম গ্যাস ভর্তি সিলিন্ডার ফেটে আহত হয় ২৭ জন৷ এরমধ্যে ১৪ জনই শিশু৷ তাঁদের দুর্গাপুরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়৷ পরে রেণু সিং (৩৬) নামের এক সিআরপিএফ কর্মীর স্ত্রী মারা যান৷
আতঙ্কের কারণে হৃদরোগেই মৃত্যু হয়েছে তার বলে চিকিৎসকরা জানিয়েছেন৷ মৃত রেণু সিংয়ের মেয়েও হাসপাতালে আহত অবস্থায় ভর্তি৷ ভয়াবহ বিস্ফোরণের জেরে ১৫ বছরের সুনিতা কুমারির বাঁ হাতের কবজি উড়ে যায়৷ ঘটনাস্থল থেকে তুলে এনে রাতেই অপারেশন করে বসানো হয়৷ বর্তমানে তমন্নার আশঙ্কাজনক থাকায় হাসপাতাল এখনও চিকিৎসাধীন৷ বৃহস্পতিবার সিআরপিএফের আইজি রবীন্দ্রন শঙ্করন ঘটনাস্থল-সহ হাসপাতালে এসে আহতদের চিকিত্সা খতিয়ে দেখেন৷ পরে তিনি বলেন, ‘‘এই দুর্ঘটনার তদন্ত করবে সিআরপিএফ৷ পুলিশের কাছে অভিযোগও দায়ের করা হয়েছে৷ তারাও তদন্ত করে দেখবে৷”
এদিকে, অভিযোগ পেয়েই গাফিলতির অভিযোগে ওই গ্যাস বেলুন বিক্রেতাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ৷ আটক গ্যাস বেলুন বিক্রেতা সুভাষ চন্দ্র মাঝি ইস্পাতনগরীর বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে৷ সিলিন্ডারে বেশি গ্যাস থাকার জন্যেই বিস্ফোরণ ঘটেছে বলে পুলিশের প্রাথমিক অনুমান৷ আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসি অভিষেক মোদি বলেন, “গাফিলতির অভিযোগে ওই গ্যাস বেলুন বিক্রেতাকে আটক করা হয়েছে৷ তাঁকে জেরা করা হচ্ছে৷” কিন্তু, এই বিপজ্জনক হিলিয়াম গ্যাস ভর্তি সিলিন্ডার নিরাপত্তা বেষ্টনী এড়িয়ে সুরক্ষিত এলাকায় কীভাবে ঢুকল সেই প্রশ্ন তুলেছেন সিআরপিএফ কর্মীরা৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.