আকাশনীল ভট্টাচার্য, বারাকপুর: স্বামী কুখ্যাত দুষ্কৃতী। মাঝেমধ্যেই জেলে থাকে। বছর তিনেক আগে রামুয়া যখন জেলে, তখন এক যুবকের সঙ্গে বিবাহ-বর্হিভূত সম্পর্কে জড়িয়ে পড়ে তার স্ত্রী। শনিবার রাতে কার্তিক যাদব নামে ওই যুবককে গ্রেপ্তার করল পুলিশ।তদন্তকারীদের দাবি, প্রেমিকের সঙ্গে ষড়যন্ত্র করে রামুয়াকে খুন করেছে তার স্ত্রী। বাবাকে খুনের চক্রান্তে শামিল ছিল ছেলেও। নিহতের স্ত্রী-পুত্র-সহ পাঁচজনকে আগেই গ্রেপ্তার করেছে খড়দহ থানার পুলিশ।
[গৃহবধূকে ধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার স্বামী ও শ্বশুর]
হাওড়ার কুখ্যাত দুষ্কৃতী রামমূর্তি ওরফে রামুয়া। খুন ও তোলাবাজির একাধিক মামলায় অভিযুক্ত সে। পুলিশ জানিয়েছে, ডিসেম্বরে জেল থেকে ছাড়া পাওয়ার পরই গা ঢাকা দিয়েছিল রামুয়া। স্ত্রী, ছেলে-মেয়েকে নিয়ে থাকত উত্তর ২৪ পরগনার সোদপুরে একটি ফ্ল্যাটে। গত ররিবার মধ্যরাতে সেই ফ্ল্যাটে ঢুকে ফিল্মি কায়দায় রামুয়াকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। তদন্তকারীরা জানিয়েছেন, প্রথমে মুখে বালিশ চাপা দিয়ে রামুয়ার শ্বাসরোধ করা হয়। তারপর খুব কাছ থেকে গুলি করে তাকে খুন করে দুষ্কৃতীরা। ডাকাবুকো স্বভাবের ওই দুষ্কতী প্রতিরোধই গড়ে তুলতে পারেনি। বয়ানে অঙ্গতির কারণে শুক্রবার রামুয়ার স্ত্রী ও পুত্রকে গ্রেপ্তার করে খড়দহ থানার পুলিশ। তাদের জেরা করে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের কাছ থেকে নগদ তিরিশ হাজার টাকা, কার্তুজ ও স্বয়ংক্রিয় নাইন এম এম পিস্তল উদ্ধার করেন তদন্তকারীরা।
শনিবার রাতে বারাকপুর আদালত চত্বর থেকে কার্তিক যাদব নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কার্তিকের বাড়ি হাওড়ায়। পেশায় সে এলআইসি এজেন্ট। তদন্তে জানা গিয়েছে, বছর তিনেক আগে মেয়ের নামে এলআইসি করানোর সময়ে কার্তিকের সঙ্গে আলাপ হয় রামুয়ার স্ত্রী। ওই যুবকের সঙ্গে বিবাহ-বর্হিভূত সম্পর্ক হয় তার। এদিকে রামুয়াকে একেবারেই পছন্দ করত না তার ছেলে। কার্তিকের সঙ্গে বিবাহ-বর্হিভূত সম্পর্কে আপত্তি তো ছিলই না, বরং মা-কে নিয়ে আলাদা থাকতে চেয়েছিল রামুয়ার ছেলে। এমনকী, মা-কে ফের বিয়ে করতেও বলেছিল সে। তদন্তকারীরা জানিয়েছেন, জেলে বসেই কার্তিক যাদবের সঙ্গে স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জেনে যায় রামুয়া। কার্তিককে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছিল সে। এরপরই প্রেমিককে সঙ্গে নিয়ে কুখ্যাত ওই দুষ্কৃতীকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে রামুয়ার স্ত্রী। বস্তুত, রামুয়াকে খুন করার জন্য চার লক্ষ টাকা দিয়ে ভাড়াটে খুনিও নিয়োগ করা হয়েছিল বলে দাবি করেছেন তদন্তকারী।
[ শ্বশুরবাড়ির সম্পত্তি নিয়ে দুই জামাইয়ের বিবাদ, চলল গুলি]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.