সংগ্রাম সিংহরায়, শিলিগুড়ি: সানি লিওনে, মিয়া খালিফা, জনি সিনস, নেহা কক্করের পর এবার স্নাতক স্তরের মেধা তালিকায় ঠাঁই পেল শিনচ্যান (Crayon Shin-chan)! জানা গিয়েছে, শিলিগুড়ি কলেজের (Siliguri College) বিএসসি জেনারেলের মেধা তালিকায় জ্বলজ্বল করছে বিখ্যাত ওই কার্টুন চরিত্রের নাম। তার বাবার নামের জায়গায় লেখা ডোরেমন! কিন্তু কীভাবে এই কাণ্ড ঘটল? সদুত্তর নেই কলেজ কর্তৃপক্ষের কাছে।
ঘটনার সূত্রপাত দক্ষিণ কলকাতার বিখ্যাত আশুতোষ কলেজকে দিয়ে। ইংরাজি বিভাগের মেধা তালিকায় সেখানে একেবারে প্রথমেই দেখা যায় পর্ন তারকা সানি লিওনের (Sunny Leone) নাম। দেখেই অবাক হয়ে যান পড়ুয়ারা। ওই মেধা তালিকা নেটদুনিয়ায় ভাইরাল হতেও বেশি সময় লাগেনি। তাঁকে নিয়েই যখন মত্ত নেটিজেনরা ঠিক সেই সময় এই প্রসঙ্গে টুইট করেন সানি স্বয়ং। শীঘ্রই কলেজে পড়তে আসছেন বলেই উল্লেখ করেন তিনি। তা নিয়ে রীতিমতো আলোড়ন পড়ে যায়। এরপর একই কাণ্ড ঘটে বজবজ কলেজে। সেখানের মেধাতালিকায়ও ছিল সানি লিওনের নাম। এরপর বারাসত গর্ভনমেন্ট কলেজের মেধাতালিকাতেও দেখা যায় একই বিষয়। সেখানকার তালিকায় নাম ছিল সানি লিওনে, মিয়া খলিফা (Mia Khalifa), জনি সিনস-সহ ৪ পর্নস্টারের। এরপর মানিকচক কলেজের মেধা তালিকায় দেখা যায় নেহা কক্করের নাম। সেই ঘটনার কয়েকদিনের মধ্যেই শিলিগুড়ি কলেজে একই ঘটনার পুনরাবৃত্তি।
শিলিগুড়ি কলেজের ওই মেধা তালিকা ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। কীভাবে এমন কাণ্ড ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে বলেই জানান কলেজ কর্তৃপক্ষ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.