Advertisement
Advertisement

Breaking News

রেল লাইনে চিড়, বড় দুর্ঘটনা রুখলেন পুরসভার সাফাই কর্মীরা

এর জেরে প্রায় আধঘন্টা ডাউন লাইনে রেল চলাচল বিঘ্নিত হয়।

Crack in railway line near Ichapore Station
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 4, 2017 5:21 am
  • Updated:March 4, 2017 5:21 am  

নিজস্ব সংবাদদাতা, ব্যারাকপুর: প্রতিদিনের মতোই সাফাইয়ের কাজ করছিলেন ব্যারাকপুর পুরসভার সাফাই কর্মীরা। আচমকাই ইছাপুর স্টেশনের কাছে রেল লাইনে চিড় নজরে আসে তাঁদের। সকালের এই ব্যস্ত সময়ে যে কোনও মুহূর্তে ঘটতে পারত বড় দুর্ঘটনা। কিন্তু এই কর্মীদের তৎপরতায় তা এড়ানো সম্ভব হল।

আইএএস অফিসার হতে চায় ‘বিস্ময় বালক’ অগস্ত্য

ঘটনা শনিবার সকালের। ৭.৩০ টা নাগাদ ইছাপুর স্টেশনের কাছে ২০ নম্বর রেল গেটের কাছে দুই নম্বর লাইনে চিড় দেখতে পাওয়া যায়। বিষয়টি নজরে আসে কর্মরত উত্তর ব্যারাকপুর পুরসভার সাফাই কর্মীদের। সঙ্গে সঙ্গে লাইনে লাল পতাকা লাগিয়ে দেন তাঁরা। খবর দেওয়া হয় রেলের কর্মীদের। ঘটনাস্থলে তড়িঘড়ি ছুটে অসেন রেলের ইঞ্জিনিয়াররা। জানা যাচ্ছে, এর জেরে প্রায় আধঘন্টা ডাউন লাইনে রেল চলাচল বিঘ্নিত হয়। চিড় মেরামতির পর এখন তা স্বাভাবিক।

Advertisement

এসবিআই ব্যাঙ্কের নয়া নিয়ম, লাগু হচ্ছে ১ এপ্রিল থেকেই

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement