বিক্রম রায়, কোচবিহার: পঞ্চায়েত নির্বাচনের পর ‘আক্রান্ত’ দলীয় কর্মীদের সঙ্গে দেখা করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। শুক্রবার তিনি তুফানগঞ্জ এক নম্বর ব্লকের বালাভুত গ্রাম পঞ্চায়েত এলাকায় দলের কর্মী সমর্থকদের সঙ্গে দেখা করতে যান। দলীয় কর্মীদের অভিযোগ, ভোট পরবর্তী অশান্তির জেরে সিপিএম কর্মীদের বাড়ি ভাঙচুর হলেও দলীয় নেতৃত্বকে পাশে পাওয়া যায়নি। বাধ্য হয়ে সিপিএম কর্মীরা অসম এবং বাংলাদেশে আশ্রয় নিয়েছিলেন। যদিও সম্প্রতি তাদের ফের ফিরিয়ে এনেছে পুলিশ ও প্রশাসন।
শুক্রবার দক্ষিণ বালাভূত এলাকায় কর্মীদের সঙ্গে দেখা করতে গেলে মহম্মদ সেলিমকে ঘেরাও করে কালো পতাকা দেখানোর পাশাপাশি ‘গো ব্যাক স্লোগান’ দেন সিপিএম কর্মীরা। এই ঘটনার জেরে ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এই ঘটনার পর সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, ‘‘তুফানগঞ্জের বালাভুত এলাকায় নির্বাচনের আগে থেকেই সিপিএম কর্মী-সমর্থকদের উপর ব্যাপকভাবে সন্ত্রাস চালানো হয়েছে। বাড়িঘরে ভাঙচুর লুঠ করা হয়েছে।’’ তাঁর যুক্তি, বর্ষায় পরিস্থিতি খারাপ থাকায় নদীর ওপারে যাওয়া সম্ভব হয়নি। সেলিম জানান, এখানে আসার পথে কিছু কালো প্লাস্টিক তাঁকে দেখানো হয়েছে। এ ব্যাপারে তিনি বলেন, ‘‘পরিবেশের কথা মাথায় রেখে প্লাস্টিক ব্যবহার না করাই উচিত।’’
এ ব্যাপারে তৃণমূলের বালাভূত অঞ্চলের সভাপতি আফতার আলি ব্যাপারি বলেন, ‘‘ওই এলাকায় সিপিএম কয়েক দশক সন্ত্রাস চালিয়েছে। সিপিএমের প্রাক্তন বিধায়ক তমসের আলি-সহ অন্যান্য নেতৃত্বদের ওই এলাকায় নিয়ে আসায় স্থানীয় মানুষ তাঁকে বিক্ষোভ দেখিয়েছে । এই ঘটনা সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই। মানুষ স্বতঃস্ফূর্তভাবে সিপিএমের বিরোধিতা করেছে বলে এখানে বিপুল ভোটে তৃণমূল প্রার্থীরা জয়ী হয়েছেন।’’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.