Advertisement
Advertisement
CPM

গাইঘাটায় লাল ঝড়! তৃণমূলকে হারিয়ে সমবায় সমিতির দখল নিল বামেরা

৫১ টির মধ্যে ৪০ আসনে জয়ী বামেরা।

CPM wins cooperative in Gaighata | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:December 4, 2023 2:52 pm
  • Updated:December 4, 2023 2:52 pm

জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: লোকসভা ভোটের আগে সামান্য আশার আলো। গাইঘাটায় একটি সমবায় সমিতিতে বিপুল ভোটে জয়ী সিপিএম (CPM)।  স্বাভাবিকভাবেই উচ্ছ্বাসে ফেটে পড়েছেন কর্মী সমর্থকরা।

উত্তর ২৪ পরগনার গাইঘাটা ব্লকের ডুমা এসএস প্রাইমারি কো-অপারেটিভ এগ্রিল ক্রেডিট সমিতিতে মোট ৫১ টি আসন। রবিবার ওই সমবায় সমিতিতে নির্বাচন হয়। তৃণমূল ও বামেরা প্রার্থী দিলেও বিজেপি কোনও প্রার্থী দেয়নি। অর্থাৎ লড়াইয়ে ছিল না বিজেপি। ফলাফল প্রকাশিত হতেই দেখা গেল ৫১টির মধ্যে ৪০ টি আসনই বামেদের দখলে। ১১ টি আসনে জয়ী হয়েছে তৃণমূল।

Advertisement

[আরও পড়ুন: ফরাক্কায় ট্রেন দুর্ঘটনা, বালিবোঝাই লরির ধাক্কায় আপ রাধিকাপুর এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন]

সামনেই লোকসভা নির্বাচন। তার আগে সমবায় সমিতির এই বিরাট সাফল্যে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত বাম কর্মী-সমর্থকরা। অকাল হোলিতে মাতেন তাঁরা। প্রসঙ্গত, গতকাল অর্থাৎ রবিবার তমলুকের নাইকুড়ি ব্লকের অন্তর্গত শ্রীরামপুর সমবায় কৃষি ঋণদান সমিতির ভোটের ফল প্রকাশ হয়েছে। সেখানে ১৩ টির সব আসনই দখল করেছিল তৃণমূল। তার ঠিক পরের দিনই গাইঘাটায় ভরাডুবি শাসকদলের।

[আরও পড়ুন:দোকানে ঢুকে এলোপাথাড়ি গুলি! রায়গঞ্জে ব্যবসায়ী খুনে তীব্র চাঞ্চল্য ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement