জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: লোকসভা ভোটের আগে সামান্য আশার আলো। গাইঘাটায় একটি সমবায় সমিতিতে বিপুল ভোটে জয়ী সিপিএম (CPM)। স্বাভাবিকভাবেই উচ্ছ্বাসে ফেটে পড়েছেন কর্মী সমর্থকরা।
উত্তর ২৪ পরগনার গাইঘাটা ব্লকের ডুমা এসএস প্রাইমারি কো-অপারেটিভ এগ্রিল ক্রেডিট সমিতিতে মোট ৫১ টি আসন। রবিবার ওই সমবায় সমিতিতে নির্বাচন হয়। তৃণমূল ও বামেরা প্রার্থী দিলেও বিজেপি কোনও প্রার্থী দেয়নি। অর্থাৎ লড়াইয়ে ছিল না বিজেপি। ফলাফল প্রকাশিত হতেই দেখা গেল ৫১টির মধ্যে ৪০ টি আসনই বামেদের দখলে। ১১ টি আসনে জয়ী হয়েছে তৃণমূল।
সামনেই লোকসভা নির্বাচন। তার আগে সমবায় সমিতির এই বিরাট সাফল্যে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত বাম কর্মী-সমর্থকরা। অকাল হোলিতে মাতেন তাঁরা। প্রসঙ্গত, গতকাল অর্থাৎ রবিবার তমলুকের নাইকুড়ি ব্লকের অন্তর্গত শ্রীরামপুর সমবায় কৃষি ঋণদান সমিতির ভোটের ফল প্রকাশ হয়েছে। সেখানে ১৩ টির সব আসনই দখল করেছিল তৃণমূল। তার ঠিক পরের দিনই গাইঘাটায় ভরাডুবি শাসকদলের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.