রাজা দাস, বালুরঘাট: ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে তৃতীয় হয়েছে বালুরঘাটের উদয়ন প্রসাদ ওরফে লেনিন। স্বল্প আয়ের পরিবারের কাছে ছেলের এই সাফল্যই যেন নিমেষে দারিদ্র্য ঘুচিয়ে দিয়েছে। আনন্দে উদ্বেল সকলে। বৃহস্পতিবার ফলপ্রকাশের পর দিনভর শুভেচ্ছাবার্তা, মিষ্টিমুখের পর ধীরে ধীরে আনন্দের রেশ কাটতেই চিন্তায় পড়েন পরিবার। ছেলে ভবিষ্যতে ডাক্তার হতে চায়। কিন্তু আর্থিক সামর্থ্য কই? যদিও পরদিনই প্রসাদ পরিবারের এই চিন্তা মুছে দিল জেলা নেতৃত্ব। শুক্রবারই উদয়নকে জেলা সিপিএম কার্যালয়ে ডেকে সংবর্ধনা দেওয়ার পাশাপাশি জানানো হল, উদয়ন প্রসাদের উচ্চশিক্ষার সমস্ত খরচের দায়িত্ব নিচ্ছে রাজ্য সিপিএম। একাদশ-দ্বাদশের পর ডাক্তারি পড়াশোনার ব্যয়ভার বহন করবে লাল পার্টি। এতেই হাসি ফুটেছে প্রসাদ পরিবারে।
দক্ষিণ দিনাজপুর জেলা সিপিএম (CPM) পার্টি অফিসের হোল টাইমার উদয়নের বাবা উমেশ প্রসাদ। দলের সঙ্গে যে কতটা নিগূঢ় সম্পর্ক, তা বোঝা যায় উমেশের পেশায়। সর্বহারাদের জন্য কাজে নিজেকে নিয়োজিত করার পর চাকরিবাকরির ধার ধারেননি উমেশ। তাই তো ছেলের ডাক নাম রেখেছিলেন – লেনিন। এখন সেই লেনিন মেধার জোরে নিজেকে প্রতিষ্ঠা করেছে। জীবনের প্রথম বড় পরীক্ষায় রাজ্যের মধ্যে তার স্থান তৃতীয়। সামনে উজ্জ্বল ভবিষ্যৎ। স্বপ্নগুলো পূরণ হবে কীভাবে? সেই চিন্তায় ছেলের সাফল্য যেন ভালোভাবে উপভোগ করতে পারছিলেন না উমেশ প্রসাদ। তাঁকে পথ দেখাল সেই সর্বহারার দলই।
শুক্রবার ভারতের কমিউনিস্ট পার্টির (মার্কসবাদী) পক্ষ থেকে বালুরঘাটে (Balurghat) দক্ষিণ দিনাজপুর জেলা কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে উদয়নের উচ্চশিক্ষার সমস্ত খরচের দায়ভার নেওয়ার কথা জানানো হয়েছে। মাধ্যমিক পরীক্ষায় (Madhyamik 2024) তৃতীয় স্থান অধিকারী উদয়ন প্রসাদের ইচ্ছে, ডাক্তারি পড়ার। তার লক্ষ্যকে এগিয়ে নিয়ে যেতে ডাক্তারি পড়া পর্যন্ত সমস্ত দায়ভার গ্রহণ করল সিপিএম রাজ্য নেতৃত্ব। এমনই জানিয়েছেন দক্ষিণ দিনাজপুর জেলা সিপিএমের ভারপ্রাপ্ত সম্পাদক নন্দলাল হাজরা।
তিনি বলেন, ”উদয়নের বাবা উমেশ প্রসাদ দীর্ঘদিন যাবৎ পার্টির সর্বক্ষণের কর্মী হিসেবে সামান্য পারিশ্রমিক পান। তাঁর ছেলে মাধ্যমিকে তৃতীয় হওয়ায় তার পড়াশোনার বিষয়ে রাজ্য নেতৃত্বকে জানালে রাজ্য নেতৃত্ব উদয়নের উচ্চশিক্ষার খরচের দায়ভার নেবে বলে জানিয়েছে।” উচ্চশিক্ষার ক্ষেত্রে যে আর্থিক অসুবিধার মুখে পড়তে হবে না, তা জেনে খুশি উদয়ন। সিপিএম হোলটাইমার উমেশ প্রসাদ স্বস্তির নিঃশ্বাস ফেলছেন, তাঁর ছেলের উচ্চশিক্ষায় দল পাশে রয়েছে বলে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.