Advertisement
Advertisement

ঋতব্রতকে ডেকে ভর্ৎসনা করল রাজ্য সম্পাদকমণ্ডলী

ঋতব্রতর এই কার্যকলাপ পার্টি অনুমোদন করে না৷

CPM state secretariat lambasts Ritabrata Banerjee
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 22, 2017 11:33 am
  • Updated:February 22, 2017 11:33 am  

বুদ্ধদেব সেনগুপ্ত: কড়া শাস্তির মুখে পড়তে চলেছেন সিপিএম সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়৷ একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বিতর্ক৷ আর সেই বিতর্কে পার্টি থেকে তাঁকে ভর্ৎসনা করা হয়েছে৷ তাঁকে ডেকে পাঠিয়েছে রাজ্য সম্পাদকমণ্ডলী৷ বুধবার রাজ্য সম্পাদকমণ্ডলী বৈঠকে বসে৷ সেখানেই আলোচিত হয়েছে, ঋতব্রত যে কাজ করেছেন, তা পার্টি লাইনের বাইরে৷ সেই কারণে তাঁর আচরণকে পার্টি কোনওভাবেই সমর্থন দেয় না৷ ফলে কেন তিনি ওই ধরনের কাজ করেছেন, তার জবাব তাঁকে দিতে হবে৷ বিকেলে বসছে রাজ্য কমিটি৷ ওই বৈঠকেও ঋতব্রতের প্রসঙ্গে ঝড় ওঠার তীব্র সম্ভাবনা৷ ঋতব্রতর কাজকর্ম নিয়ে ইদানীংকালে জেলাগুলিতে একাধিক অভিযোগ এসেছে৷ ঋতব্রতর ব্যবহার নিয়ে আলিমুদ্দিনেও একাধিক অভিযোগ জমা পড়েছে৷

(মাকে শ্বাসরোধ করে খুনের পরও নির্বিকার ছেলে)

তার পর বিতর্কের সূত্রপাত শিলিগুড়িতে ডার্বি ম্যাচের দিন৷ সেদিন কয়েকজন সহকর্মীকে নিয়ে খেলা দেখতে গিয়েছিলেন ঋতব্রত৷ খেলা চলাকালীন ঋতব্রতর একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন পার্টিরই এক সদস্য৷ ছবিতে দেখা যায়, ঋতব্রতর হাতে ও পকেটে বহুমূল্যের বিদেশি ঘড়ি ও পেন শোভা পাচ্ছে৷ একজন বামপন্থী ছাত্রনেতার এই ধরনের ঘড়ি ও পেন ব্যবহার করা উচিত কি না তা নিয়ে প্রশ্ন তোলেন পার্টির ওই সদস্য৷ অভিযোগ, এরপরই ওই পার্টি সদস্যের অফিসে একটি মেল পাঠিয়ে তাঁর চাকরি কেড়ে নেওয়ার হুঁশিয়ারি দেন ঋতব্রত৷ আর এটা নিয়েই বিতর্ক চরম আকার নেয়৷

Advertisement

সিপিএম সাংসদের এই আচরণে সোশ্যাল মিডিয়ায় ওঠে প্রশ্নের ঝড়৷ বিতর্ক তুমুল আকার নিতেই নড়েচড়ে বসে সিপিএম পার্টি৷ দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি রবিবার জানান, পুরো বিষয়টি দেখে যা করার পার্টির রাজ্য নেতৃত্বই করবেন৷ ইতিমধ্যেই পার্টির তরফেও বিবৃতি দিয়ে বলা হয়েছে, ঋতব্রতর এই কার্যকলাপ পার্টি অনুমোদন করে না৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement