Advertisement
Advertisement
CPM

একযুগ পর খুলল পার্টি অফিস, হলদিয়ায় ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে বামেরা

২০১১ সাল থেকে বন্ধ ছিল ওই কার্যালয়।

CPM party office of Haldia reopens after 12 years | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Tiyasha Sarkar
  • Posted:May 2, 2023 8:17 pm
  • Updated:May 2, 2023 8:17 pm  

চঞ্চল প্রধান, হলদিয়া: দীর্ঘ বারো বছর পর খুলল সিপিএমের পার্টি অফিস। সোমবার মে দিবসের অনুষ্ঠানের পাশাপাশি পুনর্গঠিত পার্টি অফিসটির উদ্বোধন হয় হলদিয়া পুর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের কুমারচক গ্রামে। উদ্বোধন করলেন সিপিএমের পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক মণ্ডলীর সদস‍্য পরিতোষ পট্টনায়ক। সঙ্গে ছিলেন সিপিএম নেতা শ‍্যামল দাস অধিকারী, নেত্রী পূর্বাশা সন্ত, অশোক মাইতি-সহ অন্যান্যরা।

রাজনৈতিক পট পরিবর্তনের হিড়িকে ২০১১ সালে পার্টি অফিসটি তৃণমূল কংগ্রেসের স্থানীয় লোকজন বন্ধ করে দেয় বলে অভিযোগ। তারাই পরে ২০১২ সালে অফিসটি টালির চালা ভেঙে গুঁড়িয়ে দেয়। সেই থেকে ওই অবস্থায় পড়ে ছিল কার্যালয়টি। ওই অফিস মেরামতির উদ‍্যোগ নেয়নি সিপিএম।

Advertisement

[আরও পড়ুন: পাহাড়ে GNLF নেতার রহস্যমৃত্যু, ধাক্কা দিয়ে খাদে ফেলে ‘খুনে’র অভিযোগে আটক ১]

স্থানীয় মানুষের সহযোগিতায় ২০২৩ সালের মে দিবসে ওই পার্টি অফিস নতুন রূপ পেল। সিপিএম নেতা পরিতোষ পট্টনায়ক জানান, “স্থানীয় মানুষের ইচ্ছে অনুযায়ী কুমারচক গ্রামের পার্টি অফিস নবরূপে মানুষের কাছে এল। সাংগঠনিক কাজের পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজ চলবে এই অফিস থেকে।” নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে লাল ঝান্ডা। আর সেই কারণেই এতদিন পর নতুন করে কার্যালয় খোলার সিদ্ধান্ত বলেই মনে করছে ওয়াকিবহল মহল।

[আরও পড়ুন: বিশ্বভারতী-অমর্ত্য সেন জমিজটে কড়া সিদ্ধান্ত! নোবেলজয়ীর বাড়ির সামনে বিধায়কদের অবস্থানের নির্দেশ মমতার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement